সংবাদ সম্মেলনে তামিম ইকবাল
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল

সেই ‘শতভাগ ফিট’ প্রসঙ্গ টেনে কাকে খোঁচা দিলেন তামিম

তামিম ইকবালের অবসর, প্রধানমন্ত্রীর নির্দেশে এক দিন পরই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসা, এরপর নেতৃত্ব ছেড়ে দেওয়া—এ নাটকের শুরুটা বলা যায় একটি কথা থেকে। ‘আমি শতভাগ ফিট নই, তবে আগামীকাল খেলব’—আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এ কথা বলেছিলেন সেই সময়ের বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম।

তাঁর সেই কথার রেশ ধরে সমালোচনা হয়েছে বিস্তর। এমনকি সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানও তামিমের চোট নিয়ে কথা বলেন। একই সঙ্গে নাজমুল বলেছিলেন, কোচ চন্ডিকা হাথুরুসিংহেও নাকি বিষয়টি নিয়ে এভাবে প্রশ্ন তুলেছিলেন—কোনো খেলোয়াড় শতভাগ ফিট না থাকলে কেন খেলবেন? তাঁকে চিকিৎসা করাতে হবে?

এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে অবসরের ঘোষণা দেন তামিম। তবে অবসর থেকে ফিরলেও এশিয়া কাপে খেলেননি তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো ব্যাটিং করার পর তামিম আজ এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানেই চোট থেকে ফিরে কেমন অনুভব করছেন—প্রশ্নের উত্তরে হয়তো তিনি হাথুরুসিংহেকে একটা খোঁচাই দিলেন!

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রান করেন তামিম ইকবাল

এ মুহূর্তে তাঁর সমস্যা কী—এই প্রশ্নের উত্তরে প্রথমে বললেন, ‘সব মিলিয়ে অস্বস্তি আছে। আমাদের চিকিৎসক দল সিদ্ধান্ত নেবে যে আমাকে কীভাবে সামলাবে। আমাকে মেনে নিতে হবে যে এটা পুরোপুরি সেরে যাবে না।’ এরপর যোগ করলেন, ‘খুবই স্বাভাবিক যে এত দিন পর চোট থেকে খেলায় ফিরলে আমি শতভাগ ফিট থাকব না। আবারও শতভাগ ফিট বলছি...(হাসি)।’

সম্প্রতি প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছিলেন, ‘তা কেউ যদি এখন এই স্বপ্ন দেখে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, তাহলে আমি তাঁকে বলব, “ঘুম থেকে জেগে উঠুন।”’ এই স্বপ্ন দেখা নিয়ে প্রশ্ন করা হয়েছিল আজকের সংবাদ সম্মেলনেও।

বিশ্বকাপ ঘিরে স্বপ্ন দেখা নিয়ে তামিম বলেছেন, ‘আমি অবাক হয়েছিলাম কিছু কিছু মন্তব্য শুনে। আমি অবশ্যই মনে করি যে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে অর্জন করবেন কীভাবে? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনালের ওপরও কোনো দিন যেতে পারিনি। তারা স্বপ্ন দেখেছে বলেই চ্যাম্পিয়ন হয়েছে।’ তামিম বলে চলেন, ‘আমার কাছে মনে হয় কোনো স্বপ্ন না থাকলে উদ্দেশ্যও থাকে না। এটা আমাদের সপ্তম বিশ্বকাপ। আমরা আর কবে স্বপ্ন দেখব।’

তামিম তাঁর কথা শেষ করেন এই বলে, ‘একটা বিষয় পরিষ্কার করি—স্বপ্ন। এটা নিশ্চয়তা দেওয়া নয়। আমরা হয়তো এবার দুইটা ম্যাচ জিততে পারি, একটাও জিততে পারি। আবার সেমিফাইনালও খেলতে পারি। যেটাই হোক, স্বপ্নটা তো থাকতে হবে। আমি জানি না, এটা বলাটা ঠিক কি না।’