পাতুম নিশাঙ্কার রান বাড়ছিল আর টেলিভিশন ক্যামেরা মাঠ থেকে ঘুরে চলে যাচ্ছিল ভিআইপি গ্যালারিতে থাকা সনাৎ জয়াসুরিয়ার দিকে। আফগানিস্তানের গুলবদিন নাইবের বলে কভারে ঠেলে দিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যান যখন ১৮৮ থেকে ১৯০-এ পৌঁছালেন, ক্যামেরাটা আবার জয়াসুরিয়াকে খুঁজে নিল। লঙ্কান কিংবদন্তি নিজের আসনে বসে মুখে প্রশস্ত হাসি নিয়ে হাততালি দিচ্ছিলেন।
তাঁর ১৮৯ ছাড়িয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কার সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলা নিশাঙ্কাকে এভাবেই অভিনন্দন জানালেন তিনি। তিন বল পর আবার হাততালি দিলেন জয়াসুরিয়া, এবার উঠে দাঁড়িয়ে।
এবার ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ানকে অভিনন্দন জানাতে। পাল্লকেলেতে নিশাঙ্কার এই কীর্তির দিনে আফগানিস্তানকে ৪২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিশাঙ্কার দ্বিশতক, আভিস্কা ফার্নান্ডোর ৮৮ আর সাদিরা সামারাবিক্রমার ৩৬ বলে ৪৫ রানে ৩ উইকেটে ৩৮১ রান করেছে শ্রীলঙ্কা। পাহাড়সমান রান তাড়া করতে নেমে মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের শতকের পরও জিততে পারেনি আফগানিস্তান। আফগানিস্তান থামে ৩৩২ রানে। যা শ্রীলঙ্কার মাটিতে রান তাড়ায় সর্বোচ্চ স্কোর।
৩৮২ রানের লক্ষ্যে ৫৫ রানেই ৫ উইকেট হারায় আফগানিস্তান। এর পরের গল্পটা শুধুই ওমরজাই ও নবীর। দুজনে গড়েন ২২২ বলে ২৪২ রানের জুটি। ওয়ানডেতে ষষ্ঠ উইকেট জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এই উইকেটে সর্বোচ্চ ২৬৭ রানের জুটির রেকর্ড নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়ট ও লুক রনকির। ২০১৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই এই রেকর্ড গড়েছিলেন কিউই এই দুই ব্যাটসম্যান। তবে হেরে যাওয়া ওয়ানডে ম্যাচে এটিই সর্বোচ্চ রানের জুটি।
ক্যারিয়ারে দ্বিতীয় শতকের দেখা পেয়েছেন নবী। তিনি প্রথম শতকটি করেছিলেন সেই ২০১৫ সালে। অলরাউন্ডার ওমরজাই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৫ বলে ১৪৯ রানে। এই দুজনের শতকের পরও আসলে কখনো মনে হয়নি, আফগানিস্তান এই রান তাড়া করতে পারবে। রানটা যে ৩৮১!
নিশাঙ্কা আজ তাঁর ইনিংসে ১২৮ রানই করেছেন বাউন্ডারি থেকে। যা ওয়ানডেতে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ। দুই ইনিংসে মিলিয়ে দুই দল মিলিয়ে রান করেছে ৭১৯, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলা ওয়ানডেতে এটি সর্বোচ্চ। এটিই প্রথম ওয়ানডে ম্যাচ, যেখানে তিনজন ব্যাটসম্যান ১৩০–এর বেশি রান করেছেন।
আজ ওয়ানডে ক্রিকেটের ইতিহাস ১২তম ডাবল সেঞ্চুরি করেছেন নিশাঙ্কা। ২০১০ সালে এই কীর্তিতে প্রথম নাম লিখিয়েছিলেন ভারতের শচীন টেন্ডুলকার, ২০১০ সালে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিশাঙ্কা বিশ্বের দশম ব্যাটসম্যান হিসেবে গড়লেন এই কীর্তি। নিশাঙ্কার আগে ওয়ানডেতে সর্বশেষ ডাবল সেঞ্চুরিটি করেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। সর্বশেষ বিশ্বকাপে সেটিও তিনি করেছেন এই আফগানিস্তানের বিপক্ষেই। ২০২১ সালের মার্চে ওয়ানডে অভিষেক হওয়া নিশাঙ্কা এর আগে খেলেছেন ৪৯টি ম্যাচ। সেঞ্চুরি করেছেন ৩টি, সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৩৭ রানের।