ডান পায়ে অস্বস্তির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ইএসপিএন ক্রিকইনফো বলছে, আবরারের চোট কতটা গুরুতর, সেটা এখনো অস্পষ্ট। তবে চোট গুরুতর না হলেও সুস্থ হয়ে ১৪ ডিসেম্বর থেকে পার্থে শুরু হতে চলা প্রথম টেস্টে আবরারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে ২৭ ওভার বল করে মাঠ ছাড়েন আবরার। আগামীকাল স্ক্যান করার পর জানা যাবে, এই স্পিনারের চোট কতটা গুরুতর।
মাত্র দুজন স্পিনার স্কোয়াডে রেখে অস্ট্রেলিয়া সফরে এসেছে পাকিস্তান। আবরার ছাড়া দলে আছেন বাঁহাতি স্পিনার নোমান আলী। ১৫ টেস্টে ৪৭ উইকেট নেওয়া নোমান এর আগে বেশির ভাগ ম্যাচই খেলেছেন মন্থর উইকেটে। প্রথম টেস্টে পার্থের উইকেট তেমন হবে না।
সে কারণে স্পিন আক্রমণের প্রধান ভরসা ছিলেন আবরারই। ৬ টেস্টে ৩৮ উইকেট নেওয়া আবরার পাকিস্তানের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। চোট গুরুতর হলে সিরিজ থেকেও তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সে ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হয়তো বদলি খেলোয়াড় নিতে হবে। বদলি স্পিনার হিসেবে দলে ঢুকতে পারেন উসামা মির কিংবা শাদাব খান। উসামা বিগ ব্যাশ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতেই আছেন। তবে তাঁর এখনো টেস্টে অভিষেক হয়নি। অন্যদিকে সাম্প্রতিক ফর্মে নিয়ে সমালোচনার মধ্যে থাকা শাদাব সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালে।
শেষ পর্যন্ত উসামা ও শাদাবকে বিবেচনা না করলে প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফির পারফরম্যান্স দেখে কোনো স্পিনারকে নিতে পারে পিসিবি। সেটা হলে দলে ডাক পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন ৩৭ বছর বয়সী কাশিফ ভাট্টি। সর্বশেষ কায়দে আজম ট্রফিতে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন কাশিফ। তবে সে সম্ভাবনা খুবই কম। তাই কপাল খুলতে পারে অফ স্পিনার সাজিদ খানেরও।