শেষ ৫ বলে দলের জয়ের জন্য প্রয়োজন ২৮ রান। যার মানে, কমপক্ষে ৪টি ছয় আর ১টি চার লাগবেই। এমন পরিস্থিতিতে যেকোনো ব্যাটসম্যানের জন্যই স্নায়ু ঠিক রাখা কঠিন। কিন্তু গুজরাট টাইটানসের বিপক্ষে রিংকু সিং ঠিকই স্নায়ু ধরে রেখেছেন। ৫ বলে টানা ৫ ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কলকাতা নাইট রাইডার্সের আলিগড়ের ছেলে রিংকু।
এবারের আইপিএলে রিংকুর এ কীর্তি অনেক বছরই হয়তো মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। ২৫ বছর বয়সী কলকাতার ব্যাটসম্যান যা করেছেন, সেটার প্রশংসা করছেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই। বিরাট কোহলিও এর বাইরে নন। আরও অনেক তারকা ক্রিকেটারের মতো ভারতের সাবেক অধিনায়ক কোহলিও মনে করেন, এমন কিছু করে ফেলার কথা তিনি এই বয়সে ভাবতেও পারতেন না!
রিংকুর কীর্তি নিয়ে উচ্ছ্বসিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান কোহলি বলেছেন, ‘এখনকার তরুণ খেলোয়াড়েরা যা করছে, তা অসাধারণ! এবারের আইপিএলের দিকেই তাকান, তরুণ খেলোয়াড়েরা যা করছে, আমি তা ভাবতেও পারতাম না।’
কোহলি এরপর যোগ করেন, ‘রিংকু সিং শেষ ৫ বলে ৫ ছক্কা মেরেছে। এটা অসাধারণ এক ব্যাপার এবং এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। ক্রিজে এসেই ম্যাচ জেতাতে টানা ৫ বলে ৫ ছক্কা মারা। একটু ভেবে দেখুন, এটা কোন পর্যায়ের!’
ভারতের ক্রিকেটে মানসিকতার এই যে পরিবর্তনটা আসছে, এটা খুব ভালো লাগছে কোহলির। ভারতের তারকা ব্যাটসম্যান বলেছেন, ‘এটা দেখতে খুব ভালো লাগছে যে তরুণেরা উঠে আসছে।’