জিম্বাবুয়ের সমর্থকদের কাছে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে
জিম্বাবুয়ের সমর্থকদের কাছে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে

জিম্বাবুয়ের গৌরবের আর গাম্বিয়ার লজ্জার যত রেকর্ড

নাইরোবিতে আজ ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে রেকর্ড বইয়ে ঝড় তুলেছে জিম্বাবুয়ে; গড়েছে একগাদা বিশ্ব রেকর্ড। প্রতিপক্ষ গাম্বিয়া জায়গা করে নিয়েছে একাধিক লজ্জার ইতিহাসে। সেসবই একনজরে দেখে নেওয়া যাক—

৩৪৪/৪

গাম্বিয়ার বিপক্ষে আজ ৪ উইকেটে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে, যা স্বীকৃত টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।

২৭

জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ২৭টি ছক্কা মেরেছেন, যা স্বীকৃত টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।

৫৭

ম্যাচে ৫৭টি বাউন্ডারি (২৭টি ছক্কা ও ৩০টি চার) মেরেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা, যা স্বীকৃত টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।

জিম্বাবুয়ের ৪ ব্যাটসম্যান ফিফটি (রাজা ১৩৩*, মারুমানি ৬২, মাদান্দে ৫৩*, বেনেট ৫০) করেছেন, যা টি–টোয়েন্টির এক ইনিংসে কোনো দলের সর্বোচ্চ।

গাম্বিয়ার ৫ বোলার ৫০–এর ওপর রান দিয়েছেন, ছেলেদের টি–টোয়েন্টিকে এক দলের এত জন বোলারের ৫০–এর বেশি রান দেওয়ার এটাই প্রথম ঘটনা।

৯৩

৪ ওভারে দিয়েছেন ৯৩ রান গাম্বিয়ার পেসার মুসা জোরবাতেহ, যা স্বীকৃত টি–টোয়েন্টির এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং।

২৯০

ম্যাচটি ২৯০ রানে জিতেছে জিম্বাবুয়ে, যা স্বীকৃত টি–টোয়েন্টিতে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়।

ম্যাচসেরার পুরস্কার হাতে সিকান্দার রাজা

সিকান্দার রাজার কীর্তি

জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন।

৩৩ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন, যা বলের হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

এ নিয়ে ১৭ বার ম্যাচসেরা হলেন, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ।