আর কিছুক্ষণ পরই (বাংলাদেশ সময় বেলা দুইটা) অ্যাডিলেডে টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শুরু হবে ভারত–ইংল্যান্ড লড়াই। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হতে দুই দলই মরিয়া। ম্যাচের আগেই চাউর, ভারত সেমিফাইনালে একাদশে একাধিক বদল আনবে। ভারতীয় গণমাধ্যমগুলোর ভাষ্য, এ ম্যাচে অন্তত একটি পরিবর্তন আনবেন রোহিত শর্মারা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিতের মুখ থেকে এ ব্যাপারে কোনো তথ্য যদিও ভারতীয় গণমাধ্যম বের করতে পারেনি। তবে বেশ কয়েকটি শীর্ষ গণমাধ্যমের দাবি, এ ম্যাচে দিনেশ কার্তিককে বসিয়ে খেলানো হতে পারে ঋষভ পন্তকে।
সুপার টুয়েলভে পন্তের বদলে দিনেশ কার্তিকের অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছিল ভারতীয় দল। কিন্তু ব্যাট হাতে হতাশ করেছেন তিনি। সে কারণেই সুপার টুয়েলভে শেষ ম্যাচে পন্ত সুযোগ পেয়েছিলেন। কিন্তু সে ম্যাচে তিনিও ব্যর্থ হন। তাই সেমিফাইনালে দিনেশ কার্তিক ফিরবেন নাকি পন্তেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট, সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। তবে যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে পন্তকে খেলানো হয়েছে, তাই এক ম্যাচ পরই হয়তো তাঁকে বাদ দেওয়া হবে না। সে হিসেবে পন্ত এগিয়ে আছেন কার্তিকের চেয়ে।
ভারতীয় গণমাধ্যম দলে আরও একটি বদলের কথা বলছে। সেটি হচ্ছে অক্ষর প্যাটেল। বিশ্বকাপে স্পিনিং অলরাউন্ডার হিসেবে অক্ষরকে খেলানো হলেও তাঁর পারফরম্যান্স সন্তোষজনক নয়। অ্যাডিলেডের উইকেটেও তাঁর কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের কয়েকজন অক্ষরের বদলে অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে খেলাতে চাইছেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হলেও হতে পারে।
এদিকে অক্ষর প্যাটেলকে কোনো ম্যাচেই তাঁর কোটার ৪ ওভার করানো হয়নি। এটি নিয়েও সমালোচনা আছে। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার সোজাসাপটাই বলেছেন, যদি অক্ষরকে ৪ ওভার বোলিং করানো না–ই হয়, তাহলে তাঁকে কেন খেলানো হচ্ছে? তিনি অক্ষরকে বসিয়ে বরং একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর পক্ষে। সে ক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে পঞ্চম বোলার হিসেবে ব্যবহার করে গাভাস্কারের চাওয়া, কার্তিক ও পন্ত দুজনই থাকুক ভারতের একাদশে।
এদিকে ইংল্যান্ড নিজেদের একাদশে বদল আনতে পারে বাধ্য হয়েই। চোটে পড়েছেন ফাস্ট বোলার মার্ক উড ও ব্যাটসম্যান ডেভিড ম্যালান। দুজনই ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে চোটে পড়েন ম্যালান। তাঁর বদলে অ্যাডিলেডের সেমিফাইনালে দলে আসতে পারেন বিগ হিটার ফিল সল্ট। উডের বদলে দলে আসতে পারেন ক্রিস জর্ডান। অ্যাডিলেডের মন্থর উইকেটের কথা মাথায় রেখে দলে নেওয়া হতে পারে বাঁহাতি স্পিনার ডেভিড উইলিকেও।