আগামী ১২ ফেব্রুয়ারি কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। আগামী বছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ, আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর সূচি প্রকাশ করেছে আইসিসি।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ ১-এ বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ছাড়াও আছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশের পরের ম্যাচগুলো ১৪, ১৭ ও ২১ ফেব্রুয়ারি।
কেপটাউন, পার্ল ও কাবেখা—এই তিন ভেন্যুতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কেপটাউনে, একটি কাবেখায়। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে কেপটাউনে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে-ও। ২৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
গ্রুপ ১—অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশগ্রুপ ২—ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড
প্রথম পর্বে একই গ্রুপে থাকা দলগুলোর সঙ্গে হবে একটি করে ম্যাচ। এ পর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে।
গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ফাইনালে ওঠার পরই দক্ষিণ আফ্রিকার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে হারিয়ে শেষ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আয়ারল্যান্ড আছে ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ ২-এ।
বাংলাদেশের ম্যাচ১২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, কেপটাউন১৪ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, কাবেখা১৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, কেপটাউন২১ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, কেপটাউন
২০১৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতি আসরেই খেলেছে বাংলাদেশ। যদিও গত তিন আসরে কোনো জয় নেই তাদের।