আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ঘোষণা করার কথা ছিল।
কিন্তু নির্ধারিত সময়ের পর আরও এক ঘণ্টা কেটে গেলেও স্পনসর প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা না আসায় সেটি সম্ভব হয়নি। পরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, আগামীকাল একই সময় ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ঘোষণা করা হবে।
নিজাম উদ্দিন এটাও জানিয়েছেন, বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। শুধু তাই নয়, ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের ঘরের মাঠের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলে ডিআরএস থাকবে।
নিজাম উদ্দিন বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা লং টার্মে যাচ্ছি। সরাসরি যারা ডিআরএস সার্ভিসটা দিয়ে থাকে, তাদের সঙ্গে লং টার্ম চুক্তি করেছি, ২০২৭ পর্যন্ত। বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট (বিপিএল) হবে, সেখানে এখন থেকে সব সময় ডিআরএস থাকবে।’
বিপিএলের লিগ পর্বে ডিআরএস ছিল না। যা নিয়ে ক্রিকেট বোর্ডের অনেক সমালোচনা হয়েছে। সে কথার সূত্র ধরে নিজাম উদ্দিন বলছিলেন, ‘ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে। অনেক বিষয় এসেছে। আগে যখন ডিআরএস ছিল না, তখন কিন্তু আইসিসির ইভেন্টও হয়েছে। কিন্তু এই প্রযুক্তি আসার পর আইসিসি ডিআরএসটাকে সব আইসিসি ইভেন্টের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ডিআরএসের ব্যবহার নিয়ে নিজাম উদ্দিন বলেছেন, ‘ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল ডিআরএসটাকে আনার। তখন এটা ছিল প্রোডাকশন টিমের হাতে। আমরা সেই অবস্থান থেকে সরে এসেছি। এখন নিজেদের হাতে নিয়েছি।’