১০১ বলে ৮৭ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা
১০১ বলে ৮৭ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা

রোহিতের ১৮ হাজার ছোঁয়ার দিনে ভারতের ২২৯

ইনিংসটা ৮৭ রানের। ১০ চার ও ৩ ছয়ে খেলা ইনিংসটিতে তিনটি মাইলফলক ছুঁয়েছেন রোহিত শর্মা। পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান এবং ২০২৩ সালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এক হাজার রানও পূর্ণ করেছেন ভারতীয় অধিনায়ক। এ ছাড়া সাকিব আল হাসান ও বিরাট কোহলির পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন বিশ্বকাপে ১২তম অর্ধশতকের মাইলফলকও।

আজ লক্ষ্ণৌতে রোহিতের মাইলফলক ছোঁয়া ইনিংসের দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান তুলেছে ভারত। টস হেরে ব্যাট করতে নামা ভারতের ইনিংসে রোহিতের ৮৭-ই সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। সর্বশেষ দুই ম্যাচে বড় ইনিংস খেলা বিরাট কোহলি ৯ বল খেলে আউট হন শূন্য রানে। ইংল্যান্ডের হয়ে বাঁহাতি পেসার ডেভিড উইলি নেন তিনটি উইকেট।

টানা তিন ম্যাচে হেরে যাওয়া ইংল্যান্ড আজ শুরুতেই ভারতকে বড় ধাক্কা দেয়। ক্রিস ওকস ও উইলি ৪০ রানের মধ্যেই তুলে নেন ৩ উইকেট। এর মধ্যে শুবমান গিল (৯) ও শ্রেয়াস আইয়ারকে (৪) ফেরান ওকস; আর প্রথম রান তুলতে হিমশিম খাওয়া কোহলিকে মিড অফে বেন স্টোকসের ক্যাচ বানান উইলি।

রোহিত শর্মা ও লোকেশ রাহুল চতুর্থ উইকেটে ৯১ রান যোগ করেন

ভারত শুরুর এই ধাক্কা সামলে ওঠে রোহিত ও লোকেশ রাহুলের চতুর্থ উইকেট জুটিতে। এ দুজন মিলে ১৮.৩ ওভারের জুটিতে যোগ করেন ৯১ রান। ৫৮ বলে ৩৯ রান করা রাহুলকে বেয়ারস্টোর ক্যাচ বানিয়ে আউট করেন উইলি।

ভারতকে আড়াই শর আগে আটকে রাখতে পেরেছে ইংল্যান্ড

মূলত এরপর ভারতের ইনিংস আর ঘুরে দাঁড়াতে পারেনি। রোহিত আদিল রশিদের বলে লিয়াম লিভিংস্টোনের দারুণ ক্যাচে পরিণত হওয়ার পর দলকে দুই শ পার করান সূর্যকুমার যাদব। ৪৭তম ওভারে উইলির তৃতীয় শিকার হওয়ার আগে ৪৭ বলে ৪৯ রান করেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল চারটি ৪ ও একটি ৬।

ইংল্যান্ডের হয়ে উইলি তিনটি এবং ওকস ও রশিদ দুটি করে উইকেট নেন।