যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের তিনে তিন

শ্রীলঙ্কাঅস্ট্রেলিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশ হারিয়েছিল ৫ উইকেট, যুক্তরাষ্ট্রের বোলাররা আগের দুই ম্যাচ মিলিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। আজ যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে বাংলাদেশ হারাল ৫ উইকেট। যুক্তরাষ্ট্র বোলাররা চ্যালেঞ্জ জানালেন ঠিকই। তবে সে শঙ্কা কাটিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। বেনোনিতে ব্যাটিংয়ে মাঝপথে চাপে পড়লেও বাংলাদেশ পেয়েছে ৫ উইকেটের জয়। তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকেই সুপার সিক্সে যাচ্ছে দিশা বিশ্বাসের দল।

রান তাড়ায় আগের ম্যাচের সেরা খেলোয়াড় আফিয়া প্রত্যাশার সঙ্গে আজ ওপেন করতে আসেন সুমাইয়া আক্তার। প্রথম ৩ ওভারে দুই ওপেনারই মারেন একটি করে চার, তবে ৮ বলের মধ্যে ফেরেন দুজনই। অদিতিবা চুদাসামাকে স্লগ সুইপ করতে গিয়ে টপ-এজড হয়ে স্কয়ার লেগে ধরা পড়েন সুমাইয়া। স্নিগ্ধা পালকে তুলে মারতে গিয়ে এরপর মিড অনে ক্যাচ দেন আফিয়া। পাঁচ ওভারের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে একটু আশা পায় যুক্তরাষ্ট্র।

তবে স্বর্ণা আক্তার ও দিলারা আক্তার প্রতি-আক্রমণ শুরু করেন। পঞ্চম ওভারে নেমেই শেষ দুই বলে টানা দুই চার মারেন স্বর্ণা, এক ওভার পর ইসানি ভাগেলাকে ম্যাচের প্রথম ছক্কাটি মারেন স্বর্ণা-টেনে লং অফের ওপর দিয়ে। এরপর সে আক্রমণে যোগ দেন দিলারাও। ভূমিকা ভদ্রিরাজুর ওভারে মারেন দুটি চার—দুটিই ড্রাইভ করে।

আবার ঝোড়ো ইনিংস খেলেছেন স্বর্ণা আক্তার

স্বর্ণা ও দিলারার ২২ বলে ৩৮ রানের জুটি ভাঙে স্বর্ণার আউটে। এক প্রান্তে ভাগেলাকে সরিয়ে আনা হয় তন্ময়ি ইয়ুনিকে, তাঁকে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন স্বর্ণা। ১৪ বলে ২২ রান করেই থামেন আগের ম্যাচে ফিফটি করা স্বর্ণা। পরের ওভারে স্বর্ণাকে অনুসরণ করেন ১৫ বলে ১৭ রান করা দিলারাও। ভদ্রিরাজুর অফ স্টাম্পের বেশ বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন পয়েন্টে। টুর্নামেন্টে প্রথমবারের মতো তিনটি উইকেট হারায় বাংলাদেশ।

রাবেয়া খান ও অধিনায়ক দিশার জুটি তেমন দৃঢ় ছিল না, দুবার রানআউট থেকে বাঁচেন রাবেয়াই। প্রথমে স্কয়ার লেগ আম্পায়ার রাবেয়াকে আউট দেননি, পরেরবার নন স্ট্রাইক প্রান্তে থ্রো ঠিকঠাক নিতে পারেননি ইয়ুন্নি। যুক্তরাষ্ট্র অবশ্য ব্রেকথ্রু পায় ঠিকই, নিজের শেষ ওভারে এসে সেটি দেন চুদাসামা। ১৭ বলে ১০ রান করে বোল্ড হন দিশা। আবার অল্প সময়ের মধ্যে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দিশার উইকেটের আগে-পরে টানা দুটি মেডেন চাপ আরও বাড়ায় বাংলাদেশের। তবে বল হাতে ছিল অনেক, বাড়তি ঝুঁকি নেওয়ার প্রয়োজনও ছিল না ব্যাটারদের। মিষ্টি সাহা ও রাবেয়া সেটি নেননি, দুজনের ১৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয় বাংলাদেশের জয়। রাবেয়া অপরাজিত থাকেন ২৪ বলে ১৮ রান করে, মিষ্টি অপরাজিত ছিলেন ১৩ বলে ১৪ রানে।

এর আগে টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ব্রেকথ্রু পায় চতুর্থ ওভারে, দিশা বিশ্বাসের বলে ক্যাচ দেন লাসিয়া মুলাপুড়ি। দ্বিতীয় উইকেট জুটি অবশ্য শিগগির ভাঙতে পারেনি বাংলাদশ, তবে রানের গতিও খুব একটা বাড়তে দেননি বোলাররা।

২ উইকেট নিয়ে ম্যাচসেরা অধিনায়ক দিশা বিশ্বাস

দিশা ঢিংরা ও স্নিগ্ধা পাল দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৫৭ রান, তবে লাগে ৬৫ বল। দুজনকে টানা দুই বলে ফেরান দিশা। ৩৯ বলে ২০ রান করে ঢিংরা রানআউট হলে ভাঙে জুটি, ঠিক পরের বলে বোল্ড হন ৩৭ বলে ২৬ রান করা স্নিগ্ধা। ইসানি ভাগেলা ও অধিনায়ক গীতিকা কোদালির চতুর্থ উইকেট জুটিতে যুক্তরাষ্ট্র যোগ  করে আরও ৩৫ রান। ইনিংসের শেষ বলে গিয়ে মারুফার বলে বোল্ড হন কোদালি।

মারুফা ১ উইকেট নেন ৪ ওভারে ১৭ রান দিয়ে। তবে দিনে বাংলাদেশের সেরা বোলার ছিলেন অধিনায়ক দিশাই, ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।