অনুশীলনে সাকিব আল হাসান (মাঝে) ও তামিম ইকবাল। দূরে দাঁড়িয়ে দেখছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে
অনুশীলনে সাকিব আল হাসান (মাঝে) ও তামিম ইকবাল। দূরে দাঁড়িয়ে দেখছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে

কেমন কাটল সাকিবের প্রথম দিনের অনুশীলন

চন্ডিকা হাথুরুসিংহের পাশেই দাঁড়িয়ে ছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কান কোচের হাতে তাঁর ব্যাট। মিনিট বিশেক কথা বললেন হাথুরু সাকিবের সঙ্গে। দলের অন্যরা তখন আর একটু দূরে বৃত্তাকার দাঁড়িয়ে। মুশফিকুর রহিমের নেতৃত্বে সেখানে চলছিল ফুটবল। কিছুক্ষণ পর ড্রেসিংরুম থেকে বেরিয়ে সেই বৃত্তে গিয়ে দাঁড়ালেন মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল। তামিম হাথুরু আর সাকিবের পাশ দিয়ে এমনভাবে হেঁটে গেলেন, যেন পাশে কেউই দাঁড়িয়ে নেই।

একটু পরই সাকিব আর হাথুরুও গিয়ে দাঁড়ালেন সেই বৃত্তে। ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট সবাইকে ফিল্ডিং ড্রিল বুঝিয়ে দেবেন, সে জন্যই দুজনকে ডাকা। সাকিব সেখানে দাঁড়িয়েই একটু দুষ্টুমিতে মাতলেন। আফিফ হোসেন আর তাইজুল ইসলামের হাঁটুতে ধাক্কা দিলেন। আফিফের পাশে দাঁড়িয়ে ছিলেন তামিম। কিন্তু সাকিবের দুষ্টুমিতে পাত্তাই দিলেন না তিনি। যেন কিছুই হয়নি। তবে ম্যাকডরমটের নির্দেশ অনুযায়ী সাকিবের সঙ্গেই ফিল্ডিং অনুশীলন করলেন তামিম। সাকিব ৩০ গজের ভেতর ক্যাচিং অনুশীলন করছিলেন, তাঁর আরেকটু দূরে বাউন্ডারির পাশে ক্যাচিং অনুশীলন করছিলেন ওয়ানডে অধিনায়ক।

আজ বাংলাদেশ দলের অনুশীলনে এ দুজনের দিকেই ছিল সবার চোখ। কয়েক দিন ধরেই এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা। তাই আজ সবার মধ্যে অনুশীলনে দুজনকে একই ফ্রেমে বন্দী করার চেষ্টা ছিল। সাকিব আজ সকালে লম্বা আকাশভ্রমণ ভ্রমণ শেষে ঢাকায় এসেছেন। দুপুরেই যোগ দেন বাংলাদেশ দলের অনুশীলনে। এটি অবশ্য নতুন কিছু নয়। এর আগেও অনেকবার ক্লান্তিকর আকাশযাত্রা শেষে প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে অনুশীলনে নেমে যেতে দেখা গেছে।

আজই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব

আজ সাকিবের ব্যাটিং অনুশীলনের শুরুটা ছিল চোখে পড়ার মতো। মিরপুর স্টেডিয়ামের ইনডোরের নেটে গিয়ে দেখলেন, সব কটি নেট ব্যস্ত। মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল ব্যাটিং অনুশীলন করছেন পাশাপাশি নেটে। সাকিব ভিড় দেখে কিছুক্ষণ নেটের বাইরে দাঁড়িয়ে রইলেন।

এরপর নাজমুলের কাছে গিয়ে তাঁকে অনুরোধ করেই এক ওভার ব্যাটিং করলেন পেস বোলিংয়ের বিরুদ্ধে। যেখানে বোলিং করছিলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। তিনজনই নতুন বলে গতি তুলছিলেন। সাকিব সেই গতির চ্যালেঞ্জটাই নিলেন। গতিময় বোলিংয়ের বিপক্ষে কিছু বল খেললে ট্রিগার মুভমেন্টটা দ্রুত ঠিক করা যায়।

অনুশীলনে মাহমুদউল্লাহর (বাঁয়ে) সঙ্গে সাকিব আল হাসান

সাকিব হয়তো সে চেষ্টাই করলেন। প্রথম দুটি বল ক্রিজ থেকে ছেড়ে খেললেও তৃতীয় বলটি এক পা এগিয়ে ডিফেন্ড করলেন তিনি। পরের তিন বলে ক্রিজে থেকেই শট খেলার চেষ্টা করেছেন। এরপরই দৌড়ে নেট থেকে বেরিয়ে যান সাকিব। জায়গা করে দেন নাজমুলকে। নিজের ট্রিগার মুভমেন্টটা যে ঠিক আছে, সেটা বুঝতে পেরেই একাডেমির একদম পাশের নেটে চলে যান সাকিব। যেখানে থ্রোয়ারের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন সাকিব। কিছুক্ষণ পর তামিম এলেন সাকিবের পাশের নেটে। এই জায়গায় দুজনের মধ্যে একটু কথা হলো। তামিম সাকিবের কাছে একজন নেট বোলার তাঁর নেটে পাঠিয়ে দিতে বলেন। চাওয়ামাত্রই সাকিবের ইশারায় একজন নেট বোলার নেট বদলে তামিমকে বোলিং করা শুরু করেন।

কিছুক্ষণ পর তামিম নেট ছাড়লেও সাকিব থ্রোয়ারের বোলিংয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের অনুশীলন করছিলেন। কাট, ড্রাইভ, পুল শটগুলো ছিল দেখার মতো। দেখে মনেই হচ্ছিল না তিনি লম্বা ভ্রমণ শেষে এসেছেন। তামিম ততক্ষণে নেট ছেড়েছেন। সাকিব থ্রোয়ারের নেট থেকে বেরিয়ে স্পিন খেলেছেন। নিজে স্পিন বোলিং করেছেন। পুরো নেট সেশনে সাকিব দলের প্রায় সবার সঙ্গেই কথা বলেছেন। কিন্তু ওই নেট বোলার চাওয়ার বাইরে সাকিব ও তামিমের মধ্যে কোনো কথা হয়নি।

যদিও দুজনের জন্য এসব নতুন কিছু নয়। গতকাল তামিম ইকবাল তো বলেছেনই, দুজনের মধ্যে সম্পর্কটা এখন মাঠের খেলার মধ্যে সীমাবদ্ধ। আর এই মাঠের সম্পর্কটাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুশীলনে দুজনের সম্পর্কটা কতটা শীতল, সেটির একটা ধারণা কিন্তু আজ মিরপুরে পাওয়া গেল।