নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৫ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৫ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম

‘৩০০-৩৫০ উইকেটে আটকাতে চাই না’

নিউজিল্যান্ড সিরিজ শুরু করেছিলেন ১৭৭ উইকেট নিয়ে। সিরিজের দুটি ম্যাচ শেষে তাইজুল ইসলামের উইকেট–সংখ্যাটা এসে ঠেকল ১৯২-এ। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেটের মাইলফলক থেকে তাইজুল এখন ৮ উইকেট দূরে। টেস্টে অনিয়মিত সাকিবের ২৩৩ উইকেটও হয়তো দ্রুতই ছাড়িয়ে যাবেন এই বাঁহাতি স্পিনার।

সংখ্যাগুলোই বলছে, সেদিনটা বেশি দূরে নয়, যেদিন তাইজুলই হবেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। টেস্ট দলের এই অভিজ্ঞ বোলার বিষয়টিকে কীভাবে দেখেন? প্রথম আলোর এই প্রশ্নে তাইজুলের উত্তর, ‘ভালো লাগার বিষয়। আসলে আপনি তখনই সফল হবেন, যখন আপনি একাই দলকে জেতাতে পারবেন। আমি দলের জয়ে কতটা অবদান রাখতে পারলাম, সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমার ভাবনাটা এমন। রেকর্ড আমার ভাবনা নয়, রেকর্ড এমনিতেই আসবে।’

টেস্ট ক্রিকেট একটা অন্য রকম অনুভূতির জিনিস। আমাদের পরবর্তী প্রজন্মের এখান থেকে অনেক কিছু শেখার আছে। কেউ যদি লক্ষ্য নির্ধারণ করতে চায়, টেস্ট খেলতে চায়, তাদের জন্য নিশ্চয়ই অর্জনটা ভালো হবে।
তাইজুল ইসলাম, বাংলাদেশের বোলার

তাইজুল পরের কথাটা বলেছেন বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য, ‘টেস্ট ক্রিকেট একটা অন্য রকম অনুভূতির জিনিস। আমাদের পরবর্তী প্রজন্মের এখান থেকে অনেক কিছু শেখার আছে। মানে এখন খেলোয়াড় যারা উঠে আসছে, তাদের তো অনেক অপশন আছে। চাইলে তারা অনেকভাবেই তাদের ক্যারিয়ার সাজাতে পারে। কেউ যদি লক্ষ্য নির্ধারণ করতে চায়, টেস্ট খেলতে চায়, তাদের জন্য নিশ্চয়ই অর্জনটা ভালো হবে।’

টেস্টে তাইজুলের উইকেট এখন ১৯২টি

তাইজুল টেস্ট ক্রিকেট থেকে কী অর্জন করতে চান? উত্তরটা তাইজুলের মুখেই শুনুন, ‘এমন কোনো নির্দিষ্ট মাইলফলক নিয়ে চিন্তা করিনি। ৩০০ বা ৪০০ উইকেট নিতে হবে, এই ভাবনা মাথায় আসেনি। আমি যত দূরে যেতে পারি, সেই চেষ্টা করব। আমি ৩০০-৩৫০ উইকেটে আটকে যেতে চাই না। যত দূরে যাওয়া যায়, আমি সেই চেষ্টা করব। আমার কোনো সীমা নেই। আমি চাইতে থাকব আল্লাহর কাছে। দেখি, আল্লাহ কোথায় নিয়ে যান।’

* পুরো সাক্ষাৎকার পড়ুন আগামীকাল ছাপা পত্রিকায় ও অনলাইনে।