সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে নাম লেখালেন পেসার মোস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে টি-টেন লিগ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে টি-টেন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘ব্যাটসম্যানরা সাবধান! ডেভিড উইলি, দুষ্মন্ত চামিরা, মোস্তাফিজুর রহমান, তাব্রিজ শামসি ও টাইমাল মিলস সিজন ৬-এর ড্রাফটে আছে।’
সাকিব–তামিমের টি-টেন লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও, মোস্তাফিজের এখনো টি–টেন লিগে খেলা হয়নি। প্লেয়ার্স ড্রাফটে দল পেলে এবারই প্রথম টুর্নামেন্টটি খেলা হতে পারে মোস্তাফিজের। যদিও টি–টেন লিগে প্রথম আসরে দল পেয়েছিলেন তিনজনই।
তবে সাকিব–তামিমকে অনাপত্তিপত্র দিলেও সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোস্তাফিজকে অনাপত্তিপত্র দেয়নি। যে কারণে বাংলা টাইগার্স দলে টানলেও খেলা হয়নি এই পেসারের। সে আসরে সাকিব খেলেছিলেন কেরালা কিংসের হয়ে। প্রথম আসরেই শিরোপা জিতেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তামিম পাখতুনসের হয়ে খেলেছিলেন প্রথম আসর।
এবারের আসরে বাংলা টাইগার্সের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেছেন সাকিব। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন থাকবেন পরামর্শকের ভূমিকায়।
বল হাতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না মোস্তাফিজের। এশিয়া কাপে টানা দুই ম্যাচেই দলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন এ পেসার। শুধু এশিয়া কাপেই নয়, বেশ কিছু দিন ধরেই নিজের সেরাটা দিতে পারছেন না এ পেসার।
বাংলাদেশ দলে তিনি এখন আর অটো–চয়েস কি না সে প্রশ্ন উঠছে ঘুরেফিরে। এশিয়া কাপ শেষে টিম ডিরেক্টর খালেদ মাহমুদও এ পেসারের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, ‘এটা খুব উদ্বেগজনক যে গত ১৫ থেকে ১৬ ম্যাচে মোস্তাফিজ সেভাবে উইকেট পাচ্ছে না, ইকোনমি রেটও ভালো নয়।’
আগামী ২৩ নভেম্বর শুরু হবে টি-টেন লিগের এবারের আসর, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এর আগে প্লেয়ার্স ড্রাফট হবে ২৬ সেপ্টেম্বর।