শ্রীলঙ্কা দলে আবারও চোটের ধাক্কা। ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ছিটকে পড়েন দুই পেসার দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা। এবার ওয়ানডে সিরিজের আগে ছিটকে গেলেন শ্রীলঙ্কার আরও দুই পেসার।
কাঁধের চোটে মাতিশা পাতিরানা ও হ্যামস্ট্রিংয়ের চোটে দিলশান মাদুশঙ্কা আগামীকাল কলম্বোয় শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। পাতিরানার পরিবর্তে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোহাম্মদ শিরাজ। দলের ব্যবস্থাপক মাহিন্দা হালানগোদা ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হালানগোদা বলেছেন, ‘মাতিশার কাঁধে ব্যথা। গত বছরের (ওয়ানডে) বিশ্বকাপের সময়েও ওর একই সমস্যা হয়েছিল। তাই তারা (টিম ম্যানেজমেন্ট) ঝুঁকি নিতে চায়নি।’
আজ আরও একজন বদলি পেসারকে দলে অন্তর্ভুক্ত করা হবে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এরই মধ্যে জানিয়েছে, মাদুশঙ্কার জায়গায় দলে জায়গা পেতে যাচ্ছেন ঈশান মালিঙ্গা। ২৩ বছর বয়সী এই পেসারেরও এখনো জাতীয় দলের জয়ে অভিষেক হয়নি।
অনভিজ্ঞ মোহাম্মদ শিরাজ ও ঈশান মালিঙ্গাকে সুযোগ পেতে চললেও কিছুটা অভিজ্ঞ বিনুরা ফার্নান্ডোকে বিবেচনা করা হচ্ছে না। ২০২১ সালে সর্বশেষ ওয়ানডে খেলা ফার্নান্ডো জ্বরে ভুগছেন।
গত মঙ্গলবার ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন পাতিরানা। সেই ম্যাচে পাতিরানা বল করেছিলেন মাত্র ১টি। আর মাদুশঙ্কা অনুশীলনের সময় চোট পান। আগামীকাল প্রথম ওয়ানডেতে দুই পেসারেরই শ্রীলঙ্কার একাদশে থাকার প্রবল সম্ভাবনা ছিল।
একের পর এক খেলোয়াড়ের চোটে পড়ার পাশাপাশি যাচ্ছেতাই পারফরম্যান্স লঙ্কান টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে ধবলধোলাই হয়েছে শ্রীলঙ্কা। সব মিলিয়ে ভারতীয়দের বিপক্ষে সর্বশেষ ১০টি আন্তর্জাতিক ম্যাচেই হেরেছে লঙ্কানরা।
আগামীকালের ম্যাচ দিয়ে অবশ্য ওয়ানডেতে নতুন অধ্যায়ের শুরু হবে শ্রীলঙ্কার। ওয়ানডে অধিনায়ক হিসেবে কাল অভিষেক হচ্ছে চারিত আসালাঙ্কার। সম্প্রতি কুশল মেন্ডিসকে সরিয়ে এই সংস্করণের নতুন অধিনায়ক হিসেবে আসালাঙ্কার নাম ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।