আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শুরু হচ্ছে কাল থেকে, সুপার টুয়েলভের লড়াই শুরু ২২ অক্টোবর। পরের দিনই ভারত-পাকিস্তান ম্যাচ।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের এ ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। বিশ্বকাপ শুরুর আগে আজ ১৬ দলের অধিনায়কের সংবাদ সম্মেলন হয়ে গেছে। সেখানে একেক অধিনায়ককে একেক রকমের প্রশ্ন করা হয়েছে। কিছু প্রশ্ন আবার ছিল সবার জন্যই। ভারতের অধিনায়ক রোহিত শর্মা আর পাকিস্তানের বাবর আজমের পালা যখন এসেছে, স্বাভাবিকভাবেই তাঁদের প্রশ্ন করা হয়েছে ২৩ অক্টোবরের ম্যাচ নিয়ে।
রোহিতকে যে প্রশ্নটি করা হয়েছিল, সেটির মূল সুর ছিল এ রকম—ভারত-পাকিস্তান ম্যাচ দুই দলের ক্রিকেটারদের মনে কী রকমের উত্তাপ ছড়ায়। এই প্রশ্নের উত্তরে রোহিত সরল ও স্বাভাবিক বলেছেন, এ দুই দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা সব সময়ই সৌহার্দ্যপূর্ণ।
কোনো টুর্নামেন্ট বা ম্যাচের আগে যখন দুই দলের খেলোয়াড়দের দেখা হয়, কী কথা হয় তাঁদের সঙ্গে—এমন এক প্রশ্নের উত্তরে রোহিত অসাধারণ এক উত্তরই দিয়েছেন। যে টুর্নামেন্টে, যখনই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, দুই দলের খেলোয়াড়দের দেখা হলে পরিবারের খোঁজখবর নিয়েই কথা বেশি হয়। কার পরিবারের সদস্যরা কেমন আছেন—উভয় পক্ষই এসব খবর নেয়।
বাবরকে প্রশ্ন করা হয়েছিল ভারতের অধিনায়ক রোহিতকে নিয়ে ভাবেন! এই প্রশ্নের উত্তরে পাকিস্তানের অধিনায়ক বাবর বিনয়ের সঙ্গে বলেছেন, ‘রোহিত তো আমার বড় ভাই, আমার চেয়ে সিনিয়র। আমি তার থেকে যত বেশি সম্ভব অভিজ্ঞতা সঞ্চয় করে নিচ্ছি। সে তো লম্বা সময় ধরে খেলছে।’