ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। চোটের কারণে মিরপুর টেস্টের দল থেকে ছিটকে গেছেন দুই পেসার ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম। ব্যাটসম্যান এনামুল হককেও দলে রাখা হয়নি।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে উমরান মালিকের বাউন্সারে পাঁজরে ব্যথা পেয়েছিলেন সাকিব। সে ব্যথা নিয়েই সাকিব ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট খেলেছেন। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন থেকে কার্যত ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন সাকিব। প্রথম ইনিংসে ১২ ওভার বোলিং করলেও ব্যথার কারণে দ্বিতীয় ইনিংসে বোলিংই করেননি।
মিরপুর টেস্টেও সাকিবের ব্যাটসম্যান হিসেবেই খেলার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। নাসুমকে সে কারণেই দলে ডাকা। হাবিবুল বলেছেন, ‘সাকিব দ্বিতীয় টেস্টেও বোলিং করবে কি না, সেটা নিশ্চিত নয়। তাই নাসুমকে ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে। অন্য দুই সংস্করণে সে ভালো করছে। প্রথম শ্রেণির ক্রিকেটেও রেকর্ড ভালো। সে দিক থেকে তাঁকে দলে নেওয়া।’
দুই পেসার শরীফুল ও ইবাদতের বাদ পড়া প্রসঙ্গে হাবিবুল বলেছেন, ‘শরীফুলের হ্যামস্ট্রিংয়ের চোট। সারতে চার-পাঁচ সপ্তাহ সময় লাগবে। আর চট্টগ্রাম টেস্টের মধ্যেই ইবাদতের পিঠের পেশিতে ব্যথা লেগেছে। সে ঢাকায়ও বোলিং করতে পারবে না। তাই তাকে বিশ্রাম দেওয়া।’
এদিকে চট্টগ্রাম টেস্টে একাদশে ছিলেন না এনামুল হক। কিন্তু ঢাকা টেস্টে তাঁকে ছাড়াই দল ঘোষণা করার ব্যাখ্যায় নির্বাচক হাবিবুল জানিয়েছেন, ‘দলের যে সমন্বয়, সেদিক থেকে তার হয়তো একাদশে থাকার সম্ভাবনা কম। আমাদের কাল থেকে বিসিএল শুরু হচ্ছে। সে বিসিএলে চার দিনের ম্যাচ খেলবে।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। আগামীকাল সকালের ফ্লাইটে বাংলাদেশ দলের চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার কথা। যদিও আজই ঢাকা যাওয়ার কথা সাকিবের।
মিরপুর টেস্টের দল
জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান, রেজাউর রহমান।