বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাওয়ার আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশন
বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাওয়ার আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশন

স্বপ্ন নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা

তামিম ইকবালকে না রাখা নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই বিশ্বকাপ খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিকেল ৪টার ফ্লাইটে ভারতের গুয়াহাটির উদ্দেশে রওনা দেন সাকিব–মুশফিক–তাসকিনরা। তার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয় বিশ্বকাপ দলের ফটোসেশন। তানজিদ–তানজিম–শরীফুলদের স্বপ্নযাত্রার মুহূর্তগুলো নিয়ে এই আয়োজন—
ফটোসেশনের সময় হয়েছে—ডাক পড়তেই এভাবে ছুটে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান
২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী দলের চার সদস্য আছেন ‘আসল’ বিশ্বকাপের দলে। বিমানবন্দরে (বাঁ থেকে) তানজিদ হাসান, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয় ও তানজিম হাসানকে একসঙ্গে এ রকম প্রাণোচ্ছল দেখা গেল
দুই পেসার হাসান মাহমুদ (বাঁয়ে) ও তাসকিন আহমেদের (ডানে) সঙ্গে হাসিঠাট্টায় মেতে উঠেছেন সাকিব
কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন বেশ উৎফুল্ল
ছেলেকে নিয়ে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ
বিমানবন্দরে পৌঁছার পর ভক্তদের উদ্দেশে হাত নাড়েন মুশফিকুর রহিম
দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিশ্বকাপে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ
একে তো প্রথম বিশ্বকাপ, তার ওপর পেয়েছেন সহ–অধিনায়কের দায়িত্ব। নাজমুল হোসেনের জন্য ভারতে যাওয়ার অনুভূতি নিশ্চয়ই বিশেষ ছিল
বাংলাদেশের বিশ্বকাপ দলের আনুষ্ঠানিক ফটোসেশন। ছবিতে লিটন দাস ছাড়া সবাই আছেন। কোনো এক কারণে লিটন তখন দলের সঙ্গে ছিলেন না