ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল
ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল

ভারতের কাছে বড় হারে উল্টো পিঠও দেখল বাংলাদেশের মেয়েরা

মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আগের ম্যাচে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে ১২০ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ সেই দলটিই সুপার ফোর শুরু করল বড় হারের স্বাদ নিয়ে।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে ভারতের বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান তুলতে পারে বাংলাদেশ। ১২.১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে রানটা পেরিয়ে যায় ভারতীয়রা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা খারাপ ছিল না। ফাহমিদা ছোঁয়া ও ইভা উদ্বোধনী জুটিতে ৫.২ ওভারে তোলেন ২৭ রান। ষষ্ঠ ওভারেই ছন্দপতন। ভারতের বাঁহাতি স্পিনার আয়ুশি শুক্লা চার বলের মধ্যে ফিরিয়ে দেন ইভা (১৯ বলে ১৪) ও ফাহমিদাকে (১৪ বলে ১০)।

২৭ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ১৪তম ওভারে ৪৬ রানে হারায় সপ্তম উইকেট। সেখানে দলের রানটাকে ৬২ রানে নিয়ে যায় ফারজানা ইয়াসমিন (২১ বলে ৮) ও নিশিতা আক্তার (১৭ বলে ১০)। শেষ ওভারের প্রথম বলে নিশিতার বিদায়ের পর শেষ ৫ বলে বাংলাদেশ তোলে ১৮ রান। ৪ বলে ১টি করে চার-ছক্কায় এর ১১ রানই করেন ১০ নম্বর ব্যাটার হাবিবা ইসলাম। বাকি ৫ রান আসে ওয়াইড থেকে।


এরপর ২২ রানের মধ্যে ভারত দলটির প্রথম ২ উইকেট তুলে নিয়ে একটু আশা জুগিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার। সেখান থেকে ৬৪ রানের জুটি গড়ে ভারতকে জিতিয়ে দেন ওপেনার গোঁগাদি তৃষা (৪৫ বলে ৫৮) ও অধিনায়ক নিকি প্রসাদ (১৫ বলে ২২)।

হার দিয়ে সুপার ফোর শুরু করলেও প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে পাওয়া ২ পয়েন্ট আছে বাংলাদেশের হিসেবে। আগামীকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশের মেয়েরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অ-১৯ নারী দল: ২০ ওভারে ৮০/৮ (ইভা ১৪, হাবিবা ১১*, ফাহমিদা ১০, নিশিতা ১০; আয়ুশি ৩/৯, সোনম ২/৬, শবনম ১/১৩, মিথিলা ১/২৮)।ভারত অ-১৯ নারী দল: ১২.১ ওভারে ৮৬/২ (তৃষা ৫৮*, নিকি ২২*; আনিসা ২/১৯)।ফল: ভারত অ-১৯ নারী দল ৮ উইকেটে জয়ী।