বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ড দলের। কিন্তু লম্বা বিশ্বকাপের পর আরও একটি ম্যাচ খেলে ক্লান্তি বাড়াতে চায় না কিউইরা। তাই বিসিবিকে প্রস্তুতি ম্যাচটি বাদ দেওয়ার অনুরোধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ২৩ ও ২৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল।
বিসিবিও সে প্রস্তাবে সায় দিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস প্রথম আলোকে এ নিয়ে বলেন, ‘নিউজিল্যান্ডের বিশ্বকাপ তো লম্বা হয়ে যাচ্ছে। তারা তাই দুই দিনের প্রস্তুতি ম্যাচটা খেলতে চাচ্ছে না।’
১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে কেইন উইলিয়ামসনের দল। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজ খেলে গেছে নিউজিল্যান্ড।
২৮ নভেম্বর সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচ দিয়ে পাঁচ বছর পর সিলেটে টেস্ট ক্রিকেট ফিরবে। আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এ সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।
এরই মধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী সপ্তাহে দল ঘোষণা করতে পারে বাংলাদেশও।
২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ১০ বছর আগের সিরিজে ড্র হয়েছিল দুটি ম্যাচই।