প্রথম ম্যাচে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড, দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সবচেয়ে বেশি রান তাড়ার। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ নারী দল। মিরপুরে গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের করা ৬ উইকেটে ১৯৩ রান তাড়া করতে নেমে ৩৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতেছেন নিগার সুলতানারা।
ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে ৩৯ বলে ৪০ রান করা অধিনায়ক নিগারের হাতে।যদিও তাড়া করতে নেমে ৮৯ বলে ৫০ রান করে জয়ের ভিত গড়ে দেওয়া ওপেনার ফারজানা হকও বড় দাবিদার ছিলেন ম্যাচসেরার পুরস্কারের। নিগার নিজেও তেমন কিছুই প্রত্যাশা করেছিলেন। তবে শেষ পর্যন্ত নিজে ম্যাচসেরা হওয়ায় সংবাদ সম্মেলনেও আসতে হলো অধিনায়ককে।
নিগারের কাছে অবশ্য রেকর্ড গড়া জয়, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়, তাঁর ম্যাচসেরার পুরস্কার—এসব এতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। আইরিশদের আবারও হারিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে পাওয়া ২ পয়েন্টই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
আগামী বছরের সেপ্টেম্বরে ভারতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে সুপার লিগের শেষ ছয় ম্যাচের পাঁচটিই জিততে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের পর বাংলাদেশ শেষ তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সেই লক্ষ্যের কথা জানিয়ে সংবাদ সম্মেলনে নিগার বললেন, ‘২ পয়েন্ট পাওয়া (বেশি আনন্দের)। সিরিজ জয় অবশ্যই দলের জন্য অনেক ভালো। একটা মোমেন্টাম তৈরি হয়। তবে পয়েন্টটাই আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আরও ২টা পয়েন্ট পেলাম। এ জন্য আরও বেশি খুশি।’
প্রথম দুই ম্যাচেই রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচেও কি নতুন কোনো রেকর্ডের লক্ষ্য আছে? শুনে নিগার হাসেন, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। হয়তো আগে করতে পারিনি, এই কারণে হচ্ছে। ভালো লাগছে।’
টানা দুই জয়ের পর দলের আবহটাও যে বদলে গেছে, তা ফুটে উঠেছে নিগারের কথায়, ‘দলটা দেখেন, অনেক দিন ধরে এই ক্রিকেটাররা অনেক কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে। এটা নেই, ওটা ভালো না—এসব সামনে আসে। এখনো যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।’
আগামী সোমবার মিরপুরের শেরেবাংলাতেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটা খেলবেন নিগাররা। সেই ম্যাচ থেকেও আরও ২ পয়েন্ট চান নিগাররা, ‘আমাদের মাথায় আপাতত ২ পয়েন্ট। এর সঙ্গে হচ্ছে, আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারি। কখনো কোনো দলকে করতে পারিনি। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে।’