টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের শেষ ম্যাচ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পেসার অর্শদীপ সিং অস্ট্রেলিয়ার ইনিংসের ১৬তম ওভারে বোলিং এসেছেন।
২০৬ রানের লক্ষ্যে তখন মার্শ–ম্যাক্সওয়েল–ওয়ার্নারদের জয়ের জন্য দরকার ছিল ৩০ বলে ৬৫ রান। ৭৩ রান নিয়ে ব্যাটিং করছিলেন গত এক বছর ভারতীয় বোলারদের ‘যম’ হয়ে থাকা ট্রাভিস হেড। এরপরও সেই ওভারে মাত্র ৭ রান আসে। এর মধ্যে অতিরিক্ত থেকেই আসে ৪ রান।
স্পষ্টই দেখা গেছে, অর্শদীপের রিভার্স সুইং খেলতে সমস্যা হয়েছে হেড ও অন্য প্রান্তে থাকা টিম ডেভিডের। ভারতের এই বাঁহাতি পেসার সেই ওভারে কীভাবে রিভার্স সুইং পেয়েছেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। দ্বিতীয় সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইনজামামের সে অভিযোগের জবাব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচের আগে ইনজামামের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘কী উত্তর দেব। আপনি যদি সূর্যের নিচে খেলেন, উইকেট শুষ্ক থাকে, কোনো কিছু ছাড়াই বল রিভার্স সুইং করে। সব দলের বোলাররাই রিভার্স সুইং পাচ্ছে। শুধু আমাদের বোলাররা নয়। মাঝেমধ্যে মাথা ঘাটানো গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনাকে বুঝতে হবে, আমরা কোথায় খেলছি। আমরা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় খেলছি না।’
ইনজামাম পাকিস্তানের টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালকে বলেছিলেন, ‘১৫তম (আসলে ১৬তম) ওভারে অর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না? এর মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এল, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’
বল বিকৃতির অভিযোগ ইনজামাম সরাসরি করেননি। তবে তাঁর ইঙ্গিত ছিল সেদিকেই, ‘পাকিস্তানি কোনো বোলার এমন করলে এ নিয়ে অনেক কথা হতো। আমরা রিভার্স সুইং সম্পর্কে ভালো জানি। ১৫তম ওভারে যদি অর্শদীপের বলে রিভার্স হয়, এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচে ২৪ রানে জিতে সুপার এইটের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ভারত। এবারের বিশ্বকাপে দলটি এখনো হারের স্বাদ পায়নি। গ্রুপ পর্বে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে হারানোর পর সুপার এইটে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষেও জিতেছে রোহিতের দল।