অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ২০২০ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর ২০২২ আসরের চ্যাম্পিয়ন ভারত। ২০২৪ সালে হতে যাওয়া ১৫তম আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে সর্বশেষ দুই চ্যাম্পিয়ন।
আজ শ্রীলঙ্কায় হতে যাওয়া এ বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আইসিসি। ২০২৪ সালের ১৩ জানুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ১৬ দলের এই টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
সূচির পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নতুন ফরম্যাটও ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। প্রতিটি গ্রুপ থেকে দুই দলের বদলে সেরা তিন দলই উঠে যাবে পরের ধাপে। চার গ্রুপ থেকে ১২ দল নিয়ে হবে দুই গ্রুপের সুপার সিক্স পর্ব।
সুপার সিক্স পর্বে গ্রুপ ‘এ’ ও ‘ডি’-এর ছয় দল নিয়ে একটি গ্রুপ এবং গ্রুপ ‘বি’ ও ‘সি’র ছয় দল নিয়ে আরেকটি গ্রুপ গঠিত হবে। প্রতিটি দল সুপার সিক্সে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে, প্রতিপক্ষ হবে অপর গ্রুপ থেকে উঠে আসা ভিন্ন অবস্থানের দুই দল। অর্থাৎ বাংলাদেশ যদি ‘এ’ গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার সিক্সে ওঠে, সেখানে প্রতিপক্ষ হিসেবে পাবে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় হওয়া দলকে।
সুপার সিক্স পর্বের দুই গ্রুপের সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ৪ ফেব্রুয়ারি ফাইনাল হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
এবারের অংশগ্রহণকারী ১৬ দলের মধ্যে ১১টি বিশ্বকাপে জায়গা করেছে সরাসরি। বাকি পাঁচটি আঞ্চলিক বাছাই থেকে। এর মধ্যে আফ্রিকা থেকে নামিবিয়া, ইউরোপ থেকে স্কটল্যান্ড, আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আছে নেপাল ও নিউজিল্যান্ড।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং:
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেপাল