৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ
৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ

কোন দলে কে কে আছেন এবারের বিশ্বকাপে

দুয়ারে চলে এসেছে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর পর্দা উঠছে ৫০ ওভারের ক্রিকেটের ১৩তম বিশ্বকাপের। গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই উদ্বোধন হবে বিশ্বকাপের। বিশ্বকাপের ১০টি দলই ঘোষণা করে দিয়েছে খেলোয়াড়দের নাম।

সর্বশেষ দল হিসেবে গত ২৬ সেপ্টেম্বর রাতে দল ঘোষণা করে বাংলাদেশ। তামিম ইকবালকে ছাড়াই ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেদিন পর্যন্ত অপেক্ষা করেছে চোট-জর্জর শ্রীলঙ্কাও। দলের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই বিশ্বকাপে যেতে হচ্ছে দলটিকে।

দলগুলো অবশ্য গতকাল ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সুযোগ পেয়েছে দলে পরিবর্তন আনার। শেষ দিন এসে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়াভারত। এরপর দলে কোনো পরিবর্তন আনতে হলে অনুমতি নিতে হবে আইসিসির।

১০ দল, ১৫০ খেলোয়াড়। কোন দল কাদের নিয়ে নামছে এবারের বিশ্বকাপ যুদ্ধে, একনজরে তা দেখে নিতে পারেন এখানে।

বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল

অস্ট্রেলিয়া দল

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
আফগানিস্তান ক্রিকেট দল

আফগানিস্তান দল

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আবদুল রেহমান ও নাভিন উল হক।
ইংল্যান্ড ক্রিকেট দল

ইংল্যান্ড দল

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস
ভারত ক্রিকেট দল

ভারত দল

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস ক্রিকেট দল

নেদারল্যান্ডস দল

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারওয়ে, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।
নিউজিল্যান্ড ক্রিকেট দল

নিউজিল্যান্ড দল

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম ও ম্যাট হেনরি।
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান দল

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আগা, মোহাম্মদ নেওয়াজ, উসামা মির, হারিস রউফ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফিকোয়াও, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি, রেসি ফন ডার ডুসেন ও লিজার্ড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকা দল

শ্রীলঙ্কা ক্রিকেট দল

শ্রীলঙ্কা দল

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাতুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, মহীশ তিকশানা, দুনিত ভেল্লালাগে, কাসুন রাজিতা, মাতিশা পাতিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।