বিসিবি সভাপতি নাজমুল হাসান
বিসিবি সভাপতি নাজমুল হাসান

এশিয়া কাপের দলই বিশ্বকাপের দল

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলে নতুন মুখ তৌহিদ হৃদয়। এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে দলে সামনেও কিছু নতুন মুখ দেখা যেতে পারে। সে জন্য নিয়মিতদের বিশ্রামও দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

এ মাসেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে দুই দল খেলবে তিনটি ওয়ানডে। এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে আরও তিনটি ওয়ানডে খেলতে যাবে বাংলাদেশ দল। দল নিয়ে পরীক্ষার জন্য এই দুটি সিরিজ পাচ্ছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের জন্য যে দল হবে, সেটাই হবে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের দল।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে আমাদের দুটো সিরিজ আছে। সেখানে আমরা দু-একজনকে বিশ্রাম দিতে পারি। এর মানে এই নয় যে সে বাদ পড়ে গেছে। অপশন কে আছে, এটা দেখার জন্যই তা করা হবে। এশিয়া কাপে যে দলটা ঘোষণা করা হবে সেটাই হবে বিশ্বকাপ দল।’

ইংল্যান্ড সিরিজের মধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থমসন ঘুরে গেছেন বাংলাদেশে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ তিনি মাঠে বসে দেখেছেন। দুই বোর্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসানের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর।

দল নিয়ে পরীক্ষা–নিরীক্ষার জন্য মাত্র দুটি সিরিজ পাচ্ছেন হাথুরুসিংহে

দুই দেশের মধ্যে ভবিষ্যতে যেন আরও বেশি খেলা হয়, সে আলোচনাও হয়েছে। নাজমুল হাসান আজ দুই দেশের বিনিময় কার্যক্রম সম্পর্কে বললেন, ‘এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন এবং এ রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ (প্রথম ম্যাচ) দেখে তিনি অবাক হয়েছেন। কেন যে ইংল্যান্ডের সঙ্গে আমাদের খেলা আরও বেশি হচ্ছে না এ জিনিসটা তিনিও বুঝতে পারছেন না। তিনি নতুন চেয়ারম্যান, বলেছেন বিষয়টা তিনি দেখবেন।’