জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম
জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম

জিম্বাবুয়েতে টি-টেন লিগে মুশফিক

জিম্বাবুয়েতে হতে যাওয়া জিম অ্যাফ্রো টি-টেন লিগে দল পেয়েছেন মুশফিকুর রহিম। ড্রাফটের আগেই তাঁকে দলে ভিড়িয়েছে জোবার্গ বাফেলোস। ২০ জুলাই শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে জিম অ্যাফ্রো টি-টেন। এবারই টুর্নামেন্টটি প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে।

মুশফিককে দলে ভেড়ানোর খবর অবশ্য জোবার্গ বাফেলোস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। তবে জিম অ্যাফ্রো টি-টেনের আয়োজক জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ওয়েবসাইটে ড্রাফট-পূর্ব চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নামের তালিকায় মুশফিকের নাম আছে। আগামীকাল টুর্নামেন্টটির খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের শুরুতে মুশফিকসহ আগে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

টি–টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগিতায় জিম অ্যাফ্রো টি-টেন অনুষ্ঠিত হবে ৫টি দল নিয়ে। দলগুলো হচ্ছে জোবার্গ বাফেলোস, হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স, বুলাওয়ে ব্রেভস ও কেপটাউন স্যাম্প আর্মি। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে।

ঈদের ছুটি শেষে আফগানিস্তান সিরিজের ব্যস্ততা শুরু হবে মুশফিকুর রহিমের

প্রতিটি দলে ন্যূনতম ১৬ জন খেলোয়াড় থাকবেন, যার মধ্যে জিম্বাবুয়ের থাকবেন কমপক্ষে ৬ জন। ড্রাফটের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ ৪ জন বিদেশি চুক্তিবদ্ধ করানোর সুযোগ দেওয়া হয়েছে। জোবার্গ বাফেলোস মুশফিকের পাশাপাশি দলে ভিড়িয়েছে ভারতের ইউসুফ পাঠান, আফগানিস্তানের নুর আহমেদ ও ইংল্যান্ডের টম ব্যান্টনকে।

এ ছাড়া হারারে হারিকেনে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এইউন মরগান, কেপটাউনে শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে এবং বুলাওয়েতে সিকান্দার রাজা ড্রাফট-পূর্ব মার্কি খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদনে ২০১৭ সালে টি-টেন ফরম্যাটের লিগ শুরু করে সংযুক্ত আরব আমিরাত। গত কয়েক বছরে ১০ ওভার ক্রিকেটের এই লিগ চালু হয়েছে কাতার লিগ ও ৩০ দলের ইউরোপিয়ান ক্রিকেট লিগে। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে জিম্বাবুয়েই প্রথম, যারা বড় আকারে ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগের আয়োজন করতে যাচ্ছে।

জিম অ্যাফ্রো টি-টেন লিগ হতে যাচ্ছে বাংলাদেশের বাইরে মুশফিকের চতুর্থ ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে তিনি পাকিস্তানের পিএসএল, শ্রীলঙ্কার এসপিএল এবং আফগানিস্তানের এপিএলে চুক্তিবদ্ধ হয়েছিলেন।