আজও ফিফটি পেয়েছেন মিরাজ
আজও ফিফটি পেয়েছেন মিরাজ

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

ব্যাটিংয়ে মিরাজ ও তানজিদের ইনিংসই প্রাপ্তি বাংলাদেশের

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানো ম্যাচে মাত্র ৫ জনকেই ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিল বাংলাদেশ। বৃষ্টিতে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানবিহীন বাংলাদেশ বাধ্য হলো ১১ জনকেই নামাতে। তবে মেহেদী হাসান মিরাজ ও ওপেনার তানজিদ হাসান ছাড়া সেভাবে রানের দেখা পাননি কেউ। গুয়াহাটিতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য ৩৭ ওভারে ১৯৭ রান তুলতে হবে ইংল্যান্ডকে।

সাকিবের অনুপস্থিতিতে আজ বাংলাদেশকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন। টসে জিতে ব্যাটিং নেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলেও ইংল্যান্ড বোলিং করিয়েছে ৯ জনকে দিয়ে। তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর মোটামুটি সবাইকে সুযোগ দিতে চেয়েছে তারা।

৫ ওভারের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলে লিটন দাস ও নাজমুল হোসেনকে। দুজনই রিস টপলির শিকার। লিটন অবশ্য আউট ছিলেন না, বল গ্লাভসে লেগে ক্যাচ গেলেও লিটনের হাত ছিল ব্যাটের হাতল থেকে দূরে। তবে ডিপ থার্ডম্যানে নাজমুলের তোলা ক্যাচ নিয়ে সংশয় ছিল না কোনো। প্রথম ম্যাচের মতো এবারও আশাজাগানিয়া ব্যাটিং করেন তানজিদ হাসান। মার্ক উডের বলে ইনসাইড-এজে থামে তাঁর ৪৫ বলে ৪৪ রানের ইনিংস।

ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি মাহমুদউল্লাহ

আগের দিন তিনে নামা মিরাজ এবার আসেন চার নম্বরে। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি আজ করেন ৮৯ বলে ৭৪ রান। মিরাজ আজ ইনিংস গড়তে শুরুতে যথেষ্ট সময় নেন, প্রথম ২২ বলে করেন ১১ রান। তবে ৬২ বলে পূর্ণ করেন ফিফটি। ডেভিড উইলিকে আড়াআড়ি মারতে গিয়ে বোল্ড হয়ে থামেন, ইনিংসে মারেন ১০টি চার।

তবে তানজিদ ও মিরাজের বাইরে বাংলাদেশ ব্যাটিংয়ে সে অর্থে ইতিবাচক দিক নেই কোনো। ১৫ বলে ৮ রান করে আদিল রশিদের গুগলিতে বোল্ড হন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ ভালো শুরু পেলেও আউট হন বাজেভাবে। রশিদের ফুলটসে ডিপ মিডউইকেটে ক্যাচ তোলেন ২১ বলে ১৮ রান করে।

৩০ ওভারের পর নামা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় ৩ ঘণ্টা। মাঝে একবার খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে আবার পেছায় সেটি। প্রথমে ৪০ ওভারের পর ৩৭ ওভারে নেমে আসে ম্যাচ। বিরতির পর প্রথমে আউট হন তাওহিদ হৃদয়, স্যাম কারেনের গতি কমিয়ে আনা বলে ক্যাচ তুলে। ৩৪তম ওভারে পরপর ২ বলে মিরাজ ও নাসুম আহমেদ আউট হন। পরের ওভারের প্রথম বলে টপলির তৃতীয় শিকার হন মেহেদী। বৃষ্টি-বিরতির পর ৭ ওভারে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে তোলে ৩৫ রান।