বাংলাদেশের গ্রুপে অঘটন ঘটাতে পারে নেপাল–নেদারল্যান্ডস, বললেন গিলক্রিস্ট

বিশ্বকাপের বাঁশি বাজল বলে! বাংলাদেশ সময় আগামীকাল সকালে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলা শুরু হওয়ার পর দলগুলোর মাঠের পারফরম্যান্স নিয়েই কথা হবে বেশি। আপাতত চলছে অনুমান করার পালা—কে সেরা খেলোয়াড় হতে পারেন, চ্যাম্পিয়ন হতে পারে কোন দল বা কোন দলগুলো ঘটাতে পারে অঘটন আর সেই অঘটনের শিকার হতে পারে কারা!

আগের দিন রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা যেমন বলেছিলেন, আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেবে। এবার আরও অঘটনের ভবিষ্যদ্বাণী করলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যানের ধারণা, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দিতে পারে নেপাল, নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের আছে অঘটন ঘটানোর সামর্থ্য

নেপাল ও নেদারল্যান্ডস ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে। এই গ্রুপ নিয়ে কথা বলতে গিয়ে এসইএন রেডিওকে গিলক্রিস্টকে বলেছেন, ‘আমি মনে করি, নেপালের কিছু একটা করে ফেলার সামর্থ্য আছে।’

নেপালের সামর্থ্য নিয়ে গিলক্রিস্ট এরপর বলেছেন, ‘তাদের দুজন তরুণ খেলোয়াড় আছে, যারা কয়েক বছর ধরে বড় লিগগুলোতে খেলছে।’ তবে নেপালের জন্য বড় ধাক্কা হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় এবারের বিশ্বকাপে সন্দীপ লামিচানের খেলতে না পারা।

অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া নেদারল্যান্ডসকে নিয়ে গিলক্রিস্টের কথাগুলো এ রকম, ‘ডাচদের দেখে সব সময়ই মনে হয়, তারা কোনো অঘটন ঘটাবে। তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে পড়েছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে তারা দক্ষিণ আফ্রিকাকে হতাশ করেছিল। তাই এবারও ডাচরা এমন কিছু করতেই পারে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারার বিষয়টি উল্লেখ করে গিলক্রিস্ট বলেছেন, ‘টি-টোয়েন্টি সংস্করণে এই দেশগুলোর অঘটন ঘটানোর সুযোগ আছে...বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সিরিজের ফলই দেখুন, যুক্তরাষ্ট্র কিছু অঘটন ঘটিয়েছে। তারা (যুক্তরাষ্ট্র) তাদের কয়েকবার হারিয়েছে।’