রাহানেকে নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারত
রাহানেকে নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

ভারতের দলে ১৫ মাস পর ফিরলেন রাহানে

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ৭ জুন। যেখানে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটির জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে বড় চমক বলা যায় অজিঙ্কা রাহানে।

ছন্দহীনতার কারণে ১৫ মাস দলের বাইরে থাকা রাহানেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ডেকেছেন ভারতের নির্বাচকেরা। এ ছাড়া দলে ফিরেছেন সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে জায়গা না পাওয়া লোকেশ রাহুল।

রাহানে ভারতের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জানুয়ারিতে। দক্ষিণ আফ্রিকায় ৩ টেস্টের সিরিজের শেষ ম্যাচের দুই ইনিংসে ৯ ও ১ রান করেছিলেন রাহানে। প্রথম দুই টেস্টের চার ইনিংসে তাঁর রান ছিল ৪৮, ২০, ০ ও ৫৮। তবে এবারের আইপিএলে তিনি বেশ ছন্দে আছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে এখন পর্যন্ত ৫ ইনিংস খেলে ৫২.২৫ গড়ে ২০৯ রান করেছেন। দুটি ফিফটিও আছে, সর্বোচ্চ অপরাজিত ৭১।

আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন রাহানে

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে বাদ পড়া রাহুলও এবারের আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করছেন। ৭ ম্যাচে ২ ফিফটিতে ৩৭.৪২ গড়ে করেছেন ২৬২ রান।

অনেকেই প্রশ্ন করতে পারেন, আইপিএলের পারফরম্যান্স দেখে এ দুজনকে কেন টেস্ট দলে সুযোগ দেওয়া হলো? এর কোনো ব্যাখ্যা অবশ্য ভারতের নির্বাচকেরা দেননি।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের নেতৃত্বভার রোহিতের কাঁধেই থাকছে

রাহানে আর রাহুল দলে ফিরলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। দুজনেরই না থাকার কারণ চোট। আইয়ার সম্প্রতি পিঠের অস্ত্রোপচার করিয়েছেন। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আইপিএলেও খেলছেন না তিনি। অন্যদিকে, গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনা থেকে ধীরে ধীরে সেরে উঠছেন পন্ত। চোটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভারত দলে নেই জশপ্রীত বুমরাও।

প্রত্যাশিতভাবে দলে রাখা হয়েছে তিন স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলকে। তবে ইংলিশ কন্ডিশনে একসঙ্গে তিন স্পিনার খেলানোর সম্ভাবনা খুবই কম। সেখানে যেহেতু পেসারদের জন্য সুবিধা থাকবে, তাই চতুর্থ পেসার হিসেবে শার্দূল ঠাকুরকে খেলানোর কথা ভাবতে পারে ভারত। সে ক্ষেত্রে তিন স্পিনারের মধ্যে একজনকেই হয়তো একাদশে রাখবে টিম ম্যানেজমেন্ট।

বুমরার সেরে উঠতে আরও সময় লাগবে

পিঠের চোটের কারণে বুমরার অনুপস্থিতিতে পেস আক্রমণের দায়িত্ব হয়তো পড়বে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের ওপর। তৃতীয় পেসার হিসেবে জায়গা করে নেওয়ার লড়াইটা মূলত জয়দেব উনাদকাট ও উমেশ যাদবের মধ্যে হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শ্রীকর ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।