দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে জাকের আলীর দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভিষেক হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের ইনিংসও খেলেছিলেন জাকের। চট্টগ্রাম টেস্টের জন্য বাংলাদেশ দলেও ছিলেন তিনি।
কিন্তু গতকাল অনুশীলনে ব্যাটিং করার সময় মাথায় বল লাগার পর থেকে কনকাশন সমস্যায় ভুগছেন জাকের। যে কারণে তাঁর জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন মাহিদুল ইসলাম।
আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়জুদুল ইসলাম খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এর আগেও কনকাশন সমস্যায় ভুগেছেন জাকের। যে কারণে পুরোপুরি সুস্থ হয়ে জাকেরের সময় লাগতে পারে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।
জাকেরের জায়গায় সুযোগ পাওয়া মাহিদুল দুই মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করছেন। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে মাহিদুল চাপের মুখে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ২৫ বছর বয়সী মাহিদুল সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেছেন।