উদ্বোধনী জুটিতে ৭৬ রান তুলে ফরচুন বরিশালের জয়ের ভিত গড়ে দেন তামিম ইকবাল (বাঁয়ে) ও মেহেদী হাসান মিরাজম্যাচসেরা হন মুশফিকুর রহিম
রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল
ঝোড়ো ইনিংস খেলে রংপুরকে লড়াই করার মতো স্কোর এনে দেন শামীম হোসেনজয় নিশ্চিত হওয়ার পর ডেভিড মিলারের (বাঁয়ে) সঙ্গে মুশফিকুর রহিমের উদ্যাপনম্যাচের পর সাকিব আল হাসান ও তামিম ইকবাল
পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সিলেট পর্ব শেষ করেছে সাকিবের রংপুর রাইডার্স
খুলনা টাইগার্স–ফরচুন বরিশাল
২৭ রান করার পথে ফরচুন বরিশালের মুশফিকুর রহিম
সিলেট স্ট্রাইকার্স–দুর্দান্ত ঢাকা
রিচার্ড এনগারাভা ঢাকার বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। তাঁর উদ্যাপন
কুমিল্লা ভিক্টোরিয়ানস–চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
তানভীরের লেগ স্পিনে অসহায় ছিলেন চট্টগ্রামের ব্যাটসম্যানরা। ৪ উইকেট নিয়ে সতীর্থকে জড়িয়ে ধরে উদ্যাপন তানভীরের
ফরচুন বরিশাল–সিলেট স্ট্রাইকার্স
ফরচুন বরিশালের হয়ে অর্ধশতক তুলে নেন মাহমুদউল্লাহ
রংপুর রাইডার্স–কুমিল্লা ভিক্টোরিয়ানস
রানের জন্য ছুটছেন রংপুর–কুমিল্লা ম্যাচের সেরা আজমতউল্লাহ ওমরজাই
খুলনা টাইগার্স–দুর্দান্ত ঢাকা
দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রথম বলেই বোল্ড খুলনা টাইগার্স অধিনায়ক এনামুল হকবাবর আজমের আরও একটি দারুণ শট। ঢাকার বিপক্ষে আজ রংপুরের জয়ে ৪৬ বলে দলীয় সর্বোচ্চ ৬২ রান করেছেন পাকিস্তানের ব্যাটসম্যানবরিশালের বিপক্ষে একটি ক্যাচ নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কার্টিস ক্যাম্ফারের উচ্ছ্বাস। আজ তিনি বরিশালের বিপক্ষে চারটি ক্যাচ নিয়েছেন
ফরচুন বরিশাল–কুমিল্লা ভিক্টোরিয়ানস
বরিশালের হয়ে ৬২ রান করেন মুশফিকুর রহিম
সিলেট স্ট্রাইকার্স–রংপুর রাইডার্স
রংপুরের হয়ে ৪৯ বলে ৫৬* রান করেন বাবর আজম২২ বলে ৫৩ রান করেছেন খুলনা টাইগার্সের ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল
শট খেলার সময় তামিমের হাত থেকে ব্যাট ছুটে গিয়েছিল। ৪৯ রানে আউট হন ফরচুন বরিশাল ওপেনার
দুর্দান্ত ঢাকা–চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৪০ বলে ৪৯ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক তানজিদ হাসান২৭ রানে ২ উইকেট নিয়েছেন আল আমিন হোসেনসাকিব আল হাসানকে আউটের পর সতীর্থের অভিনন্দন পাচ্ছেন খালেদ আহমেদ (বাঁ থেকে দ্বিতীয়)