শুবমান গিল ও সারা টেন্ডুলকার
শুবমান গিল ও সারা টেন্ডুলকার

গিলের সঙ্গে ভুয়া ছবি ভাইরাল, ক্ষুব্ধ সারা

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে ভারতীয় ওপেনার শুবমান গিলের মন দেওয়া-নেওয়া চলছে, এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতের বেশ কয়েকটি ম্যাচ মাঠে বসে দেখেছেন সারা। গিলের একেকটা বাউন্ডারি ও অর্ধশতকের পর ভিআইপি স্ট্যান্ডে বসা সারাকে করতালি দিতেও দেখা গেছে।

গিল-সারার প্রেমের গুঞ্জনের বিষয়টিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। সারার নামে এক্সে একাধিক অ্যাকাউন্ট খুলেছেন তাঁরা।

ভাই অর্জুন টেন্ডুলকারের সঙ্গে সারা টেন্ডুলকার। এই ছবিতেই অর্জুনের জায়গায় শুবমান গিলের মুখ বসিয়ে দেওয়া হয়েছিল

এমনই একটি অ্যাকাউন্ট থেকে সারার একটি ছবি ছড়িয়ে দেওয়া হয়, যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় শুবমানকে জড়িয়ে ধরেছেন সারা। পরে জানা যায় গিল নয়, ভাই অর্জুন টেন্ডুলকারকে জড়িয়ে ছিলেন সারা। ছবিতে অর্জুনের জায়গায় শুবমানের মুখ বসিয়ে দেওয়া হয়েছিল।

নিজেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভুয়া ছবি ও পোস্টে চটেছেন সারা।
টেন্ডুলকার-কন্যা আজ এক দীর্ঘ ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, তাঁর নামে একাধিক ভুয়া এক্স অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখান থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি লিখেছেন, ‘নিজেদের আনন্দ, বেদনা এবং দৈনন্দিন কর্মকাণ্ড ভাগ করে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম একটি দুর্দান্ত জায়গা। কিন্তু সেখানে প্রযুক্তির অপব্যবহার করে সত্যিকে পাল্টে দেওয়া হচ্ছে, যা ইন্টারনেটে কোনো পোস্টের সত্যতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে। আমি আমার কিছু ডিপ ফেক ছবি (কোনো ব্যক্তির মুখ কিংবা শরীর পরিবর্তন করে অন্য কোনো ব্যক্তির মতো তৈরি করা ছবি) দেখেছি, যেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’

সারা টেন্ডুলকারের ইনস্টাগ্রাম স্টোরি

গিল ও সারার কেউই নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে না আনলেও দর্শকেরা সুযোগ পেলেই ‘দুইয়ে দুইয়ে চার’ মেলাতে চাইছেন। বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে তো ‘সারা ভাবি, সারা ভাবি’ আওয়াজও শোনা গেছে। ওই ম্যাচের এক দিন আগে ভারতের সবচেয়ে বড় শপিং মল ‘জিও ওয়ার্ল্ড প্লাজা’র উদ্বোধনী অনুষ্ঠানে দুজন একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন, যা দুজনের সম্পর্কের গুঞ্জনে বাড়তি হাওয়া জোগায়। এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ে সারা-গিল জুটি নিয়ে চর্চাও।

সারা এক্সে নিজের কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে লিখেছেন, ‘মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে এক্সে (সাবেক টুইটার) আমার ছদ্মবেশে (নাম ও ছবি ব্যবহার করে) কিছু অ্যাকাউন্ট খোলা হয়েছে। এক্সে আমার কোনো অ্যাকাউন্ট নেই। আশা করছি এক্স কর্তৃপক্ষ ওই অ্যাকাউন্টগুলো মুছে ফেলবে। সত্যিকে বিসর্জন দিয়ে বিনোদন দেওয়া কোনোভাবেই কাম্য নয়। আসুন, বিশ্বস্ত ও বাস্তবধর্মী তথ্যের আদান-প্রদানকে উৎসাহিত করি।’  

সারা টেন্ডুলকারের নামে খোলা বেশিরভাগ ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে এক্স কর্তৃপক্ষ

সারা তাঁর পোস্টটি প্রথমবার মুছে ফেললেও পরে কিছু সংশোধন করে আবার পোস্ট করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। তাঁর পোস্টটি এক্স কর্তৃপক্ষেরও নজরে এসেছে। এরই মধ্যে তারা ব্যবস্থাও নিয়েছে। আজ সকাল পর্যন্তও সারার নামে যেসব ভুয়া অ্যাকাউন্ট দেখা গিয়েছিল, বেশির ভাগই মুছে দিয়েছে এক্স কর্তৃপক্ষ। এখনো যেসব অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, সেগুলো ফ্যানপেজ ও প্যারোডি।