সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেছেন সাকিব আল হাসান। আগামীকাল দুবাইয়ে সংবাদ সম্মেলন করে দলটির আইকন হিসেবে সাকিবের নাম ঘোষণা করা হবে। বাংলা টাইগার্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগেও কেরালা কিংসের হয়ে টি-টেন লিগের প্রথম আসরে খেলেছিলেন সাকিব। সে বছর শিরোপাও জিতেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এবার সাকিব ছাড়াও ড্রাফটের বাইরে থেকে এভিন লুইস ও কলিন মুনরোকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। এ ছাড়া গত মৌসুমের দলে থাকাদের মধ্যে মোহাম্মদ আমির ও মাথিশা পাথিরানাকে রেখে দিয়েছে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন মৌসুমকে সামনে রেখে কোচিং প্যানেলও নতুন করে সাজিয়েছে টাইগার্স ম্যানেজমেন্ট। এরপর দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন পরামর্শকের ভূমিকায় থাকবেন। ট্রেনার হিসেবে থাকবেন বাংলাদেশ অনূর্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের ট্রেনার রিচার্ড স্টনিয়ার।
আগামী ২৩ নভেম্বর শুরু হবে টি-টেন লিগের এবারের আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।