১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে ভারত
১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে ভারত

রাঁচি টেস্ট: ভারতের টানা ১৭, বাজবলের প্রথম

শুরু হয়েছিল হারে, তবে পরের তিনটি টেস্ট টানা জিতে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। সর্বশেষ রাঁচিতে তারা ইংল্যান্ডকে হারিয়েছে ৫ উইকেটে।

পূর্ণ মেয়াদে বেন স্টোকস অধিনায়ক (এবং ব্রেন্ডন ম্যাককালাম প্রধান কোচ) হওয়ার পর এই প্রথম সিরিজ হারল ইংল্যান্ড। বাজবল-যুগে আগের ৭টি সিরিজের ৪টি জিতেছিল ইংল্যান্ড, ৩টি হয়েছিল ড্র।

১৭

দেশের মাটিতে টানা ১৭টি টেস্ট সিরিজ জিতল ভারত। সর্বশেষ ২০১৩ সালে তারা হেরেছিল এই ইংল্যান্ডের কাছেই। এবারের আগে ২০১৬ ও ২০২১ সালেও ভারত সফরে গেছে ইংল্যান্ড, তবে ২০১৩ সালের সিরিজ জয়ের পুনরাবৃত্তি করতে পারেনি। সেটি হলো না এবারও।

স্টোকস পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের এটি চতুর্থ টেস্ট হার। ৪টিতেই আগে ব্যাটিং করেছে তারা। মানে চার বারই চতুর্থ ইনিংসে রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে স্টোকসের দল।

ভারতের জয়ে দারুণ ভূমিকা ধ্রুব জুরেলের

ভারতের স্বীকৃত উইকেটকিপার হিসেবে টেস্টে ম্যাচসেরা হওয়া ষষ্ঠ খেলোয়াড় ধ্রুব জুরেল। সর্বশেষ এ কীর্তি ছিল ঋষভ পন্তের, ২০২১ সালে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি।

সেঞ্চুরি করেও মাত্র চতুর্থবার টেস্ট হারের স্বাদ পেলেন জো রুট। তাঁর প্রজন্মে কমপক্ষে ৩০টি সেঞ্চুরি করা ব্যাটসম্যান আছেন আরও দুজন—স্টিভেন স্মিথ ও কেইন উইলিয়ামসন। এর আগে তিনজনেরই হারা ম্যাচে সেঞ্চুরি ছিল ৩টি করে। কমপক্ষে ৩০টি সেঞ্চুরি করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে হারা ম্যাচে সবচেয়ে কম সেঞ্চুরি ম্যাথু হেইডেনের—২টি।