১৩ বছর হলো, পাকিস্তান সফরে যায়নি ভারত ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট দলও সর্বশেষ ভারত সফর করেছে ২০১২ সালে। দুই দেশের শীতল রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। এ নিয়ে অহরহই কথা হয়। কয়েকবার তো গলবে গলবে করেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেট সম্পর্কের বরফ গলেনি।
এ বিষয়টি আবার বেশি করে আলোচনায় আসছে দুটি ইভেন্টের কারণে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা ভারতে, এর আগে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট। প্রশ্ন উঠেছে—ভারত কি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে! যদি ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে পাকিস্তান ক্রিকেট দল ভারতে ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে কি না!
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ ঘোষণা করেছেন, আগামী বছরের অক্টোবরে ভারত পাকিস্তানে দল পাঠাবে না। জয় শাহ এই ঘোষণা দেওয়ার সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন রমিজ রাজা। এখন তাঁকে বরখাস্ত করে পিসিবির প্রধান করা হয়েছে নাজাম শেঠিকে।
সাংবাদিকেরা পিসিবির নতুন সভাপতিকে প্রশ্ন করেছেন, ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে কি না পাকিস্তান। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাজাম শেঠি কূটনীতিরই আশ্রয় নিলেন, ‘সরকার যদি বলে ভারতে যেও না, আমরা যাব না। পাকিস্তান ও ভারতের ক্রিকেট–সম্পর্ক যখন বিষয়, একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার। সফরে যাব কি যাব না, এটা সরকারি পর্যায়ের সিদ্ধান্ত।’
নাজাম শেঠি পুরো বিষয়টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রেখে ঠিক করতে চাওয়ার কথাও বলেছেন, ‘দেখি, পরিস্থিতি কী দাঁড়ায়। এরপর সামনে এগোব। আমরা যে সিদ্ধান্তই নিই না কেন, এটা নিশ্চিত করতে হবে যে আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই।’