অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হওয়ার পর
অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হওয়ার পর

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি দলে কামিন্স ফেরার পরও অধিনায়ক মার্শ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কে? চূড়ান্ত কোনো ঘোষণা এখনো আসেনি। তবে এ মুহূর্তে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের চেয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে আছেন অলরাউন্ডার মিচেল মার্শ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে কামিন্স থাকার পরও নেতৃত্ব দেবেন মার্শ। বিশ্বকাপের আগে এটি অস্ট্রেলিয়ার শেষ টি-টোয়েন্টি সিরিজ, নিঃসন্দেহে এই সিরিজ অস্ট্রেলিয়ানদের জন্য পরীক্ষা-নিরীক্ষার নয়!

নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তিন ম্যাচের সেই সিরিজে দলের অনেক মূল খেলোয়াড়কে বিশ্রাম দিলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আজ ঘোষিত এ দলে ফিরেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ। ২১ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নেতৃত্ব দেবেন মার্শ।

দলে ফিরেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স

এর আগে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। মার্শের অবর্তমানে সর্বশেষ ভারত সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন ম্যাথু ওয়েড।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি দল ঘোষণা করতে গিয়ে বলেছেন, ‘আগামী ছয়টি ম্যাচ আমাদের বিশ্বকাপের স্কোয়াড গড়তে ও দলে খেলোয়াড়দের ভূমিকা ঠিক করতে সুযোগ দেবে।’

কামিন্সের নেতৃত্বে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া

যেহেতু বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার খুব একটা ম্যাচ নেই, তাই তারা আগামী আইপিএলে অস্ট্রেলিয়ানদের পারফরম্যান্সের দিকেও চোখ রাখবেন, জানিয়েছেন বেইলি, ‘বিশ্বকাপের আগে আইপিএলেও আমরা অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করব।’

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলমিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।