বিশ্বকাপের আগে–পরে দুই দফায় বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর বিশ্বকাপ ফাইনালের চার দিন পর সিলেটে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই দুটি সফরে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড থাকবেন না। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন লুক রনকি।
শুধু রনকিই নন, বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের কোচিং স্টাফে আরও সংযোজন আছে। ওয়ানডে সিরিজে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল। আর টেস্ট সিরিজে স্পিন বোলিং কোচ হিসেবে আসবেন সাবেক পাকিস্তান স্পিনার সাকলায়েন মুশতাক।
ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে–পরে মিলিয়ে চার মাস ব্যস্ত সূচি নিউজিল্যান্ডের সামনে। বিশ্বকাপ ও দুই দফায় বাংলাদেশ সফরের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ আছে টম ল্যাথাম–টিম সাউদিদের। তিনটি দেশে চারটি সফরে তিন সংস্করণেরই সিরিজ থাকায় কোচিং স্টাফের ওপর চাপ পড়ে—এমন বিবেচনায় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) প্রতিটি সফরের জন্য ভিন্ন কোচিং সেটআপ তৈরি করেছে।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ-এর খবরে বলা হয়, বিশ্বকাপের আগে প্রধান কোচ স্টিডকে বিশ্রাম দিয়েছে এনজেডসি। আবার পরবর্তী মৌসুমের ব্যস্ত সূচির প্রস্তুতির জন্য বিশ্বকাপের পরেও কিছুদিন জাতীয় দলের সফরে অনুপস্থিত থাকবেন। বিশ্বকাপের আগে–পরের এ দুটি সময়েই ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকবেন রনকি।
৪২ বছর বয়সী রনকি আগে থেকেই নিউজিল্যান্ডের কোচিং স্টাফে আছেন। বাংলাদেশ সফরে আসবেন বলে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের ওই সিরিজে গ্যারি স্টিডের সঙ্গে কাজ করবেন শেন জার্গেনসন, ইয়ান বেল, জেমস ফস্টার ও স্টিভেন ফ্লেমিং। এরপর জার্গেনসন ও বেলকে নিয়ে বাংলাদেশে ওয়ানডে সফরে আসবেন রনকি। বিশ্বকাপের পর টেস্ট সিরিজের জন্য রনকির সঙ্গে আসবেন সাকলায়েন।
বাংলাদেশ সফরে সাকলায়েনকে যুক্ত করা নিয়ে গ্যারি স্টিড বলেন, ‘আমাদের ছেলেদের সঙ্গে সাকলায়েনের কাজের অভিজ্ঞতা আছে। স্পিন বোলিংয়ে বিশেষ কিছু যোগ করার মতো জানাশোনা আছে। খেলোয়াড় এবং টেস্ট ক্রিকেটার হিসেবেও সে দুর্দান্ত ছিল। আমরা নিশ্চিত, বাংলাদেশ সফরে স্পিনে সে বিশেষজ্ঞ–জ্ঞান যুক্ত করবে। যে দিকটাতে আমরা সব সময় মনোযোগ দিই না।’
পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাকলায়েন গত এপ্রিলে নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন। এর আগে ২০১২ ও ২০১৩ সালে বাংলাদেশ দলের সঙ্গেও স্পিন বোলিং কোচ এবং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছিলেন তিনি।
বাংলাদেশ দলের সাবেক কোচ ও নিউজিল্যান্ডের বোলিং কোচ জার্গেনসন অবশ্য টেস্ট সফরে আসবেন না। বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ওয়েলিংটনের প্রধান কোচের দায়িত্ব নেবেন তিনি। তাঁর জায়গায় কে আসবেন এখনো জানানো হয়নি।