কথার লড়াই শেষে মাঠের লড়াইয়ে নামছেন সাকিব–শানাকা
কথার  লড়াই শেষে মাঠের লড়াইয়ে নামছেন সাকিব–শানাকা

এশিয়া কাপ

বাংলাদেশ কোথাও এগিয়ে, কোথাও পিছিয়ে

এমনিতে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা অনেকটাই এগিয়ে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় মাত্র ৪টিতে, ৮টিতে হার। তবে সর্বশেষ ছয়টি লড়াইয়ে আবার দুই দল সমানে সমান, তিনটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে চোখ রাখলে কিছু জায়গায় শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। কোথাও আবার সমানে সমান। কোনো কোনো জায়গায় এগিয়ে রাখতে হচ্ছে শ্রীলঙ্কাকেই।

প্রসঙ্গ যখন দলীয় সর্বোচ্চ রানের, বাংলাদেশই এগিয়ে। ২০১৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ২১৫ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ দলীয় স্কোর ৬ উইকেটে ২১৪, ২০১৮ সালেই, কলম্বোতে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলঙ্কার কুশল পেরেরা। বাংলাদেশের বিপক্ষে ৩৬৬ রান করেছেন তিনি। উইকেট পাওয়ার দিক দিয়ে আবার বাংলাদেশের সাকিব আল হাসান সবার ওপরে। শ্রীলঙ্কার বিপক্ষে ১২ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসে সমানে সমান। বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি সাব্বির রহমানের। ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮০ রান করেছিলেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি চারিত আসালাঙ্কার। গত বছর শারজায় তিনি করেছিলেন অপরাজিত ৮০ রান।
সেরা বোলিংয়েও বাংলাদেশই এগিয়ে। মোস্তাফিজুর রহমান ২০১৭ সালে কলম্বোতে ২১ রানে ৪ উইকেট নিয়েছিলেন। শ্রীলঙ্কার সেরা বোলিং লাসিথ মালিঙ্গার, ২০১৪ সালে চট্টগ্রামে ২০ রানে নিয়েছিলেন ৩ উইকেট।