সারে পড়ে গিয়েছিল খেলোয়াড়-সংকটে। সমারসেটের বিপক্ষে কাউন্টি ক্রিকেটের ম্যাচটির আগে তারা হিমশিম খাচ্ছিল স্কোয়াড গড়তে। এ কারণেই ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের আগে সাকিব আল হাসানকে এক ম্যাচের জন্য দলে নিয়েছে সারে।
সেই ম্যাচটি খেলতে গিয়ে ভারতের বিপক্ষে ২ টেস্ট সিরিজের জন্য সাকিবের ম্যাচ অনুশীলন হলো দারুণ। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। গতকালই দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। আজ সমারসেটের শেষ ব্যাটসম্যানকে ফিরিয়ে পঞ্চম উইকেট পেয়ে যান এই বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে ম্যাচে ১৯৩ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন সাকিব। টেস্টের বাইরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগেও ৯ উইকেট পেয়েছেন, সেটা ২০০৪-০৫ মৌসুমে জাতীয় লিগে। খুলনা বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১১৪ রানে নিয়েছিলেন ৯ উইকেট (৬/৭৯ ও ৩/৩৫)।
সারেকে এক ম্যাচের জন্য সাহায্য করতে গিয়ে কাউন্টি ক্রিকেটে নিজের ম্যাচসেরা বোলিং করেছেন সাকিব। কাউন্টিতে ১০ ম্যাচের ক্যারিয়ারে এর আগে দুবার ম্যাচে ৮ উইকেট করে পেয়েছেন। তাঁর এই পারফরম্যান্সের পর জয়ের সুবাস পাচ্ছে সারে। সমারসেটের বিপক্ষে দলটির জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২২১ রান। এই প্রতিবেদন লেখার সময় কোনো উইকেট না হারিয়ে ২৭ রান তুলেছে সারে।
টেস্ট ক্রিকেট পাশে সরিয়ে রাখলে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৫ সালের পর এই প্রথম ম্যাচ খেললেন সাকিব। টেস্ট ছাড়া প্রথম শ্রেণির ম্যাচ সর্বশেষ তিনি খেলেছিলেন জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে।