তিনি ছিলেন সুইং বোলিংয়ের ‘সুলতান’। সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ফাস্ট বোলার। ২০০৩ সালে খেলা ছাড়ার পর কোচ কিংবা ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। নিজের নামের পাশে এই বিশেষণগুলো দেখতে দেখতে খুব সম্ভবত কিছুটা একঘেয়ে লেগে গিয়েছিল ওয়াসিম আকরামের। সে কারণেই সম্ভবত নতুনভাবে পরিচিত হতে চাচ্ছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই তারকার অভিষেক হচ্ছে চলচ্চিত্র দুনিয়ায়। সংবাদমাধ্যম রেডিফ জানিয়েছে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘মানি ব্যাক গ্যারান্টি’।
পাকিস্তানি সিনেমাজগতে নাকি ঝড়ই তুলতে যাচ্ছে এই ছবি। ‘ডার্ক কমেডি’ ধরনের এ ছবিতে ওয়াসিম আকরামের সঙ্গে অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর অস্ট্রেলীয় স্ত্রী শ্যানিয়েরা আকরামেরও। ছবিটির মাধ্যমে পাকিস্তানের তরুণ ভিডিওগ্রাফার ফয়সাল কুরেশিরও অভিষেক হতে যাচ্ছে। ‘মানি ব্যাক গ্যারান্টি’ সিনেমায় পাকিস্তানের অভিনয়জগতের বেশ কয়েকজন নামী তারকা অভিনয় করলেও মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন আকরাম ও তাঁর স্ত্রী শ্যানিয়েরা। ২১ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
গত ফেব্রুয়ারি মাসে সিনেমাটির ট্রেলার ও পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই সবাই অধীর অপেক্ষায় আছেন। পাকিস্তানের বিনোদনজগতে বড় ধরনের আলোড়নই তুলেছে ওয়াসিম আকরাম অভিনীত এই সিনেমা। ধারণা করা হচ্ছে, একটি ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি নিয়ে সিনেমাটি বানানো হয়েছে।
সিনেমার ট্রেলারে ওয়াসিম আকরামের অভিনয় দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। এমনিতেই ওয়াসিম আকরামকে দারুণ সহজাত অভিনেতা হিসেবে ধরা হয়। এর আগে বিভিন্ন টিভি বিজ্ঞাপনে তিনি সহজাত অভিনয় করেছেন। তাঁর অভিনীত বিজ্ঞাপনচিত্রগুলো পাকিস্তানে আগে বেশ জনপ্রিয় হয়েছিল। ফয়সাল কুরেশিই এর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকাকে নিয়ে কয়েকটি বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন।
১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ওয়াসিম আকরাম। ১৮ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টসেরা। ক্রিকেট ক্যারিয়ারে ছিলেন ব্যাটসম্যানদের মূর্তিমান আতঙ্ক। বিশ্বখ্যাত অনেক ব্যাটসম্যানই তাঁদের ক্রিকেট-জীবনে খেলা সবচেয়ে ‘কঠিন’ বোলার হিসেবে ওয়াসিম আকরামের নাম বলেছেন। ১০৪ টেস্টে তাঁর উইকেটের সংখ্যা ৪১৪। ৩৫৬টি ওয়ানডে খেলে উইকেট পেয়েছেন ৫০২টি।
সিনেমায় অভিনয় পাকিস্তানি ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। আশির দশকে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান মহসিন খান ক্রিকেট ছেড়ে সিনেমাজগতে প্রবেশ করেছিলেন। বিয়ে করেছিলেন ভারতীয় অভিনেত্রী রীনা রয়কে। মহসিন অভিনেতা হিসেবে বলিউডের ছবিতেও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, বিনোদ খান্না, অমৃতা সিং, পুনম ধীলন, শাম্মি কাপুর, অমরিশ পুরিদের মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে। অভিনয়ে তেমন সুবিধা করতে পারেননি তিনি। ক্রিকেট ক্যারিয়ারের অকালসমাপ্তির পর পরবর্তীকালে তিনি পাকিস্তান ক্রিকেট দলের কোচ ও প্রধান নির্বাচক হয়েছিলেন। কিছুদিন আগে শোয়েব আখতারের বায়োপিক তৈরির কথা থাকলেও সেটি হয়নি ছবির পরিচালকের সঙ্গে পাকিস্তানি ফাস্ট বোলারের সম্পর্কের অবনতিতে।