আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন জাকির হাসান। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন এ ব্যাটসম্যান। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন তিনি। জানা গেছে, জাকিরের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হবে না তাঁর। অন্যদিকে সুস্থ নেই দলের সঙ্গে সিলেট যাওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। জানা গেছে, জ্বরে ভুগছেন তিনি।
এখন পর্যন্ত প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী মাসের শুরুতে একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন জাকির। ক্যারিয়ারে দুটি টেস্টের সঙ্গে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এ ব্যাটসম্যান।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সকালেই সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল। দুপুরে নেমে পড়ে অনুশীলনেও। জাকির অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আগে থেকেই সেখানে ছিলেন। আজ জাতীয় দলের সঙ্গে ব্যাটিং অনুশীলনের সময় জাকির হাতে চোট পান।
কদিন আগেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচ খেলতে পারেননি জাকির। সেই চোট থেকেই সুস্থ হয়ে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন।
অন্যদিকে তামিম জ্বরে ভুগছেন কয়েক দিন ধরেই। তবে দলের সঙ্গে আজ তিনি সিলেট পৌঁছেছেন। অসুস্থতা থাকলেও তাঁকে আগামী ১৮ মার্চ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবি সূত্র।