দলের সঙ্গে দিল্লিতে যেতে পারেননি ডেঙ্গুতে আক্রান্ত হওয়া শুবমান গিল
দলের সঙ্গে দিল্লিতে যেতে পারেননি ডেঙ্গুতে আক্রান্ত হওয়া শুবমান গিল

ভারত দল দিল্লিতে, গিল থেকে গেছেন চেন্নাইয়ে

বেচারা শুবমান গিল! ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপটা রাঙানোর স্বপ্ন দেখছিলেন। এ বছর ২০ ইনিংস ব্যাটিং করে ৭২.৩৫ গড়ে ১২৩০ রান করে পা রেখেছিলেন বিশ্বকাপে। আছে ৫টি করে সেঞ্চুরি ও ফিফটি। কিন্তু ভারত তাদের প্রথম ম্যাচটি খেলে ফেললেও মাঠে নামা হয়নি তাঁর।

বিশ্বকাপ শুরুর ঠিক আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন গিল। এ কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলা হয়নি। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত।

দুর্দান্ত ছন্দে থাকা গিল বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না

ভারত তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে আগামী বুধবার। দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও খেলতে পারবেন না  ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর ব্যাটসম্যান গিল। আজ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিবৃতিতে তারা লিখেছে, ‘২০২৩ সালের ৯ অক্টোবর ভারতীয় ব্যাটার শুবমান গিল দলের সঙ্গে দিল্লি যায়নি।’

গিলের অবস্থা ঠিক কী, সেটা অবশ্য জানায়নি বিসিসিআই। বিবৃতিতে তারা লিখেছে, ‘ওপেনিং ব্যাটার গিল ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে দলের প্রথম ম্যাচটি খেলতে পারেনি। দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষেও খেলা হবে না তার। সে চেন্নাইয়ে চিকিৎসক দলের তত্ত্বাবধানে থাকবে।’