দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০০ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন মুরশিদা খাতুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০০ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন মুরশিদা খাতুন

মেয়েদের ওয়ানডে র‌্যাঙ্কিং

ক্যারিয়ারসেরা অবস্থানে মুরশিদা ও নাহিদা

১০০ বলে অপরাজিত ৯১ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম নারী ওয়ানডেতে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান মুরশিদা খাতুনের। ক্যারিয়ারসেরা ইনিংস খেলা মুরশিদা মেয়েদের ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছেন। ২৩ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।

আজ প্রকাশিত শেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন ফারজানা হক। ১৫ নম্বরে আছেন এই মিডলঅর্ডার ব্যাটার। এরপরই আছেন অধিনায়ক নিগার সুলতানা (২৭) ও রুমানা আহমেদ (৪৭)। এ ছাড়া শীর্ষ ১০০-তে আছেন শামীমা সুলতানা (৬৮), শারমিন আক্তার (৭৩), রিতু মনি (৭৬), লতা মণ্ডল (৭৮) ও সোবহানা মোস্তারি (৮৭)।

বোলিংয়ে বাংলাদেশের সেরা নাহিদা আক্তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২তম স্থানে ফিরে এসেছেন এই বাঁহাতি স্পিনার। আইসিসির মেয়েদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের সর্বোচ্চ অবস্থান এটাই।

মেয়েদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ বোলার নাহিদা আক্তার

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদার পরই আছেন সালমা খাতুন (২০)। এ ছাড়া শীর্ষ ৫০-এ আছেন রুমানা আহমেদ (৩২) ও জাহানারা আলম (৩৩)। সালমা, রুমানা ও জাহানারা অবশ্য দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশের ওয়ানডে সিরিজে নেই। দলে থাকাদের মধ্যে দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন আছেন যৌথভাবে ৫৬ নম্বরে। অফ স্পিনার সুলতানা খাতুন ৫৮ নম্বরে, পেসার মারুফা আক্তার ৬৯ নম্বরে, পেসার রিতু মনি ৯৪ নম্বরে আছেন।

ব্যাটিংয়ে সবার ওপরে আছেন ইংল্যান্ডের নাটালি সিভার-ব্রান্ট। বোলিংয়ে একই দেশের সোফি একলস্টোন আছেন শীর্ষে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।