সেঞ্চুরিটা গতকালই পেয়ে গিয়েছিলেন অমিত হাসান। কক্সবাজারে আজ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেই থেমেছেন সিলেট অধিনায়ক। প্রথম সেঞ্চুরি পেয়েছেন সিলেটের আরেক ব্যাটসম্যান আসাদুল্লাহ আল গালিব। দুজনের সৌজন্যে খুলনার বিপক্ষে ৭ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সিলেট।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম মানেই রানবন্যা। সিলেট ও খুলনার মধ্যকার জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে তা আরও একবার দেখা গেল। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন সিলেটের অধিনায়ক অমিত। আগের দিন ১০৯ রানে অপরাজিত থাকা অমিত আজ থেমেছেন ২১৩ রানে। বল খেলেছেন ৪৫৫টি। ১৮টি চার ও ১টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। ৬৩৮ মিনিট বা ১০ ঘণ্টা ৩৮ মিনিট ব্যাট করেছেন অমিত। প্রথম শ্রেণির ক্রিকেটে সময়ের হিসাবে যা বাংলাদেশের ব্যাটসম্যানদের তৃতীয় দীর্ঘতম ইনিংস।
রেকর্ডটা সাদমান ইসলামের, ২০২২–২৩ মৌসুমের বিসিএলে কক্সবাজারেই ১১ ঘণ্টা ১৪ মিনিট করে ২৪৬ রান করেছিলেন। এ ছাড়া অমিতের চেয়ে বেশি সময় ব্যাট করেছেন শুধু রকিবুল হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি করার পথে ঠিক ১১ ঘণ্টা ব্যাট করেছিলেন রকিবুল।
আজ সিলেটের আরেক সেঞ্চুরিয়ান গালিবের ১১৫ রান এসেছে ২৪২ বলে, ৭টি চার ও ৩টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। দুজন মিলে ২৫১ রানের জুটি গড়লে ৭ উইকেটে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে সিলেট।
এই ম্যাচ দিয়ে ১৬ মাস পর প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে ফিরছেন ইবাদত হোসেন। শেষ বেলায় খুলনা বিভাগ ব্যাটিংয়ে নামলে সিলেটের হয়ে বোলিং ইনিংসের সূচনা করেন ইবাদত। প্রথম ওভারে ২ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। আরেক প্রান্ত থেকে খালেদ আহমেদ ১ ওভার করলে দিনের শেষ খেলা ঘোষণা করেন আম্পায়ার। দ্বিতীয় দিন শেষে খুলনা কোনো উইকেট না হারিয়ে করেছে ৩ রান।
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম বিভাগের ইয়াসির আলীর ব্যাট থেকে এসেছিল ৭৪ রানের ইনিংস। এরপর হংকংয়ে সিক্স–এ–সাইড টুর্নামেন্ট খেলতে তৃতীয় রাউন্ড খেলা হয়নি ইয়াসিরের। চতুর্থ রাউন্ড দিয়ে জাতীয় লিগে ফিরেই রানের দেখা পেলেন তিনি। বরিশালের বিপক্ষে কক্সবাজারের আরেক মাঠে দ্বিতীয় দিন শেষে ইয়াসির অপরাজিত আছেন ৮১ রানে, বল খেলেছেন ১০৬টি। ফিফটি করে অপরাজিত আছেন অধিনায়ক শাহাদাত হোসেনও। টেস্ট দলের এই ব্যাটসম্যান খেলছেন ৬৪ রানে। দুজনের সৌজন্যে চট্টগ্রাম ৩ উইকেটে ২০২ রান করেছে। প্রথম ইনিংসে বরিশালের ৩১৮ রান থেকে ১১৬ রানে পিছিয়ে আছে চট্টগ্রাম।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে রংপুর ও রাজশাহী বিভাগের ম্যাচের শুরু থেকেই বোলাররা দাপট দেখাচ্ছেন। প্রথম ইনিংসে রংপুরের ১৮৯ রানের জবাবে আজ রাজশাহী অলআউট হয়েছে ঠিক ১৮৯ রানে। রাজশাহীর অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। দিনের শেষ সেশনে রংপুর তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে করেছে ৮৩ রান।
শুভাগত হোমের সৌজন্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মহানগরের বিপক্ষে লড়ছে ঢাকা বিভাগ। মহানগর তাদের প্রথম ইনিংসে করেছে ৩০৪ রান। দ্বিতীয় দিন শেষে ঢাকার রান ৬ উইকেটে ২৫৪, এখনো ৫০ রানে পিছিয়ে থাকা ঢাকাকে টিকিয়ে রেখেছেন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোম। দিন শেষে তিনি ৭২ বলে ৬০ রানে অপরাজিত আছেন। ১৬ বলে ২১ রানে খেলছেন নাজমুল ইসলাম।