ফিফটির পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (বাঁয়ে)
ফিফটির পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (বাঁয়ে)

টি-টোয়েন্টি সিরিজ

পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এগিয়ে গেল বাটলারের ইংল্যান্ড

তিন দিন আগে হেডিংলিতে ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগেই পরিত্যক্ত ঘোষিত হয়েছিল সেই ম্যাচটি। আজ এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হয়েছে নির্ধারিত সময়েই। আর সেই ম্যাচটা ২৩ রানে জিতে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম টসে জিতে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডকে। ইংল্যান্ড ইনিংস শেষ করে ৭ উইকেটে ১৮৩ রান তুলে। সর্বোচ্চ ৮৪ রান করেন দলটির অধিনায়ক জস বাটলার। ৫১ বলে ৮ চার ও ৩ ছক্কায় এই রান করেছেন ইনিংস উদ্বোধন করা বাটলার।

৭৫ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী উইল জ্যাকস করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান। ২৩ বলে এই রান করেন জ্যাকস। এ ছাড়া জনি বেয়ারস্টো ১৮ বলে ২১ ও ওপেনার ফিল সল্ট ৯ বলে ১৩ রান করেন।

স্ট্রাইক রেটের হিসেবে ইংলিশদের হয়ে সবচেয়ে ঝোড়ো ইনিংসটি খেলেছেন জফরা আর্চার। ৩৮৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পেসার শেষ ওভারে উইকেটে এসে ১ চার ও ১ ছক্কায় ৪ বলে করেন ১২ রান।

ইমাদ ওয়াসিমকে ফেরানোর পর জফরা আর্চারের (ডান থেকে দ্বিতীয়) উদ্‌যাপন। ব্যাট হাতে ৪ বলে ১২ রান করেছেন ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বোলার

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। ৪ ওভারে ৩৬ রান দিয়েছেন সাবেক অধিনায়ক। এ ছাড়া বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম ১৯ রানে ও পেসার হারিস রউফ ৩৪ রান নেন ২ উইকেট।

রান তাড়ায় পাকিস্তান কোনো রান তোলার আগেই হারায় মোহাম্মদ রিজওয়ানকে। পাকিস্তানি ওপেনার মুখোমুখি হওয়া তৃতীয় বলে অফ স্পিনার মঈন আলীকে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ তোলেন। আরেক ওপেনার সাইম আইয়ুবও টেকেননি বেশিক্ষণ। চতুর্থ ওভারে দলকে ১৪ রানে রেখে ফেরা সাইম ৭ বলে করেছেন ২ রান।

২১ বলে ৪৫ রান করেছেন ফখর জামান

এরপর বাবর আজম ও ফখর জামান তৃতীয় উইকেটে ২৮ বলে ৫৩ রান যোগ করেন। নবম ওভারের প্রথম বলে বাবরকে (২৬ বলে ৩২) এলবিডব্লু করে দ্বিতীয় উইকেট পেয়ে যান মঈন। পাকিস্তান উইকেট হারায় পরের ওভারেও। এবার শাদাব খানকে (৪ বলে ৩) ফেরান লেগ স্পিনার আদিল রশিদ।

২১ বলে ৩ ছক্কায় ৪৫ রান করা ফখর ফেরেন ১৩তম ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দলকে ১০০ রানে রেখে। এরপর ইফতিখার আহমেদ (১৭ বলে ২৩) ও ইমাদ ওয়াসিমরা (১৩ বলে ২২) শুধু ব্যবধানই কমাতে পেরেছেন। ১৯.২ ওভারে ১৬০ রানে অলআউট পাকিস্তান।

ইংল্যান্ডের হয়ে রিস টপলি সর্বোচ্চ ৩ উইকেট নিলেও ৩.২ ওভারে দিয়েছেন ৪১ রান। প্রায় ১৪ মাস পর ফেরা আর্চার ২৮ রানে ও মঈন ২৬ রানে নিয়েছেন ২ উইকেট। বল হাতে প্রথম ওভারে ১৫ রান দিলেও পরের ৩ ওভারে ১৩ রান দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান আর্চার।

সিরিজের তৃতীয় ম্যাচ ২৮ মে, কার্ডিফে।