ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে জিম্বাবুয়ে
ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে জিম্বাবুয়ে

বিশ্বকাপ বাছাই

টানা ৫ জয়ে এক ধাপ দূরে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের ক্রিকেটে দিন বদলের হাওয়া লেগেছে গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ দিয়ে অর্ধযুগ পর বৈশ্বিক প্রতিযোগিতায় ফিরেছিল জিম্বাবুয়ে। দেশটির ক্রিকেটে সুদিন ফিরেছে, এবার তা বলাই যায়। আর এক ধাপ পেরেলোই যে ৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাবর্তন হবে জিম্বাবুয়েনদের।

ঘরের মাঠ বুলাওয়েতে আজ বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে ওমানকে ১৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩২ রান করেছিল স্বাগতিকরা। জয়ের কিঞ্চিৎ আশা জাগিয়ে ওমান থামে ৩১৮ রানে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে অবিশ্বাস্য ব্যাটিং করতে থাকা শন উইলিয়ামস আজও পেয়েছেন সেঞ্চুরি।

এর আগে চার ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সে ওঠে জিম্বাবুয়ে। বাছাইয়ের নিয়ম অনুযায়ী, গ্রুপে থাকা দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্ট যোগ হয় সুপার সিক্সে। সে হিসেবে নিজেদের গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল জিম্বাবুয়ে।

আজ ওমানকে হারানোয় ক্রেইগ আরভিন–সিকান্দার রাজাদের পয়েন্ট হলো ৬। সুপার সিক্সে দলটির শেষ দুই ম্যাচ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের বিপক্ষে। এই দুই ম্যাচের একটিতে জিতলেই অক্টোবর–নভেম্বরে ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে জিম্বাবুয়ে। এমনকি দুই ম্যাচের দুটিতে হারলেও বিশ্বকাপের মূল পর্বে খেলা নিয়ে খুব একটা সংশয় থাকবে না। কারণ, নেট রান রেটে এই মুহূর্তে তারা বেশ এগিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ৫০ ওভারে ৩৩২/৭

(উইলিয়ামস ১৪২, জংউই ৪৩*, রাজা ৪২; ফায়াজ ৪/৭৯)

ওমান : ৫০ ওভারে ৩১৮/৯

(প্রজাপতি ১০৩, আয়ান ৪৭, ইলিয়াস ৪৫; মুজারাবানি ৩/৫৭, চাতারা ৩/৭৩)

ফল : জিম্বাবুয়ে ১৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : শন উইলিয়ামস।