সতীর্থদের সঙ্গে বিরাট কোহলি
সতীর্থদের সঙ্গে বিরাট কোহলি

ফটো ফিচার

অস্ট্রেলিয়ার পথে কোহলিরা, ঝড়ের আগে শান্ত আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার পথে উড়াল দিয়েছে ভারত ক্রিকেট দল। চোট থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে নিজেকে ফুরফুরে মেজাজে রেখে কি চাপমুক্ত থাকতে চাইছেন লিটন দাস? গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাঘুরির বেশ কিছু ছবি পোস্ট করেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। আজ এই ছবিটি পোস্ট করলেন
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় আগেই পৌঁছেছে আফগানিস্তান দল। সেখানে ঘোরাঘুরির ফাঁকে তোলা এই ছবিটি পোস্ট করেন আফগান লেগ স্পিনার রশিদ খান। বিগ ব্যাশে খেলা রশিদের কাছে অস্ট্রেলিয়া পরিচিত জায়গা। ক্যাপশনে তাই লিখেছেন, ‘এখানে আসতে সব সময়ই ভালো লাগে।’
পাকিস্তানের সঙ্গে সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ইংল্যান্ড দলে ফিরেছেন পেসার মার্ক উড। সেই সিরিজে খেলার সময় টিভি পর্দায় উডের ছবি ভেসে উঠতেই তাকিয়ে দেখছেন তাঁর ছেলে। সেই মুহূর্তে তোলা ছবিটি পোস্ট করে উড লিখেছেন, ‘এখনো আমার সবচেয়ে প্রিয় ছবি।’
শ্রীলঙ্কা দলও পৌঁছে গেছে অস্ট্রেলিয়ায়। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর অপেক্ষা। প্রস্তুতির ফাঁকে ফুরসত পেতেই আড্ডার এই ছবিটি পোস্ট করেছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙা
ত্রিদেশীয় সিরিজে কাল মাঠে নামবে পাকিস্তান। তার আগে সতীর্থ বাবর আজম, শাদাব খান, হারিস রউফ ও শান মাসুদের সঙ্গে আড্ডার এই ছবিটি পোস্ট করে পাকিস্তানি লেগ স্পিনার উসমান কাদির লিখেছেন, ‘একা আমরা প্রায় কিছুই করতে পারি না। কিন্তু একসঙ্গে অনেক কিছুই করা যায়।’
পরিবারের সঙ্গে এই ছবিটি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ভারতের তারকা রোহিত শর্মা
ডেল স্টেইন মাছ শিকার করতে ভালোবাসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে-মধ্যেই মাছ শিকারের ছবি পোস্ট করেন। আজ ট্রিগার ফিশ ধরার এই ছবিটি পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকার পেস কিংবদন্তি
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার আগে সতীর্থদের নিয়ে এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি
চোট থেকে সুস্থ হয়ে ওঠার পথে শাহিন আফ্রিদি। পাকিস্তানি পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তোলার অপেক্ষায়। তাই বুঝি এ ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ঝড়ের আগে শান্ত।’