লিটন দাস
লিটন দাস

আবার দেশে লিটন

বিশ্বকাপের মাঝে দ্বিতীয়বারের মতো দেশে ফিরেছেন লিটন দাস। আজ সন্ধ্যায় চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন তিনি। জরুরি পারিবারিক কারণে লিটনের দেশে ফেরা, আগামী ৯ নভেম্বরে ভারতে আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।

এর আগে গত ১ নভেম্বর একই কারণে দেশে ফিরেছিলেন লিটন। কলকাতায় পাকিস্তানের সঙ্গে ম্যাচের পর দল দিল্লিতে গেলেও ঢাকায় এসেছিলেন। এরপর ২ নভেম্বরের আগেই দলের সঙ্গে যোগ দেন তিনি। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় জয়।

বিশ্বকাপের মাঝে এর আগে একবার দেশে ফিরেছিলেন লিটন

তবে সে ম্যাচে ব্যাটিংয়ে আঙুলে চোট পেয়েছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১১ নভেম্বর পুনের ম্যাচটি তাই খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, আজই দেশে ফিরে আসবেন সাকিব। লিটন সঙ্গী হয়েছেন তাঁর।

এর আগে বিশ্বকাপের মধ্যে ফর্মহীনতায় থাকা সাকিব দেশে ফিরে কাজ করেছিলেন শৈশবের কোচ নাজমূল আবেদীনের সঙ্গে। অবশেষে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড-আউট করার বিতর্কের মাঝে হন ম্যাচসেরাও।