বিশ্বকাপ দলে নেই জেইক ফ্রেজার-ম্যাগার্ক
বিশ্বকাপ দলে নেই জেইক ফ্রেজার-ম্যাগার্ক

হেড আর ওয়ার্নারের কারণেই বিশ্বকাপ দলে নেই ফ্রেজার-ম্যাগার্ক

জেইক ফ্রেজার-ম্যাগার্ক নিজের কাজটা করেছেন। এবারের আইপিএলে ম্যাগার্ক ৬ ইনিংসে ব্যাট করেছেন। স্ট্রাইক রেট ২৩৩, ফিফটি পেয়েছেন ৩ ম্যাচে। ১৫ বলে ফিফটি করেছেন দুবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি, অস্ট্রেলিয়ার হয়ে যে দুটি ওয়ানডে খেলেছেন, সেখানেও প্রতিভার ছাপ রেখেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ইনিংসে খেলেন ১৮ বলে ৪১ রানের ইনিংস। কিন্তু এরপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পাননি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ফ্রেজার–ম্যাগার্ক। কারণটা আজ খোলাসা করেছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ।

ফ্রেজার–ম্যাগার্ক মূলত বিশ্বকাপ দলে জায়গা পাননি ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের কারণে। তাঁরা দুজনই টপ অর্ডারে ভালো করছেন দীর্ঘদিন ধরে। সে কারণেই ভালো খেলেও দলের বাইরে ফ্রেজার–ম্যাগার্ক। আজ এসইএন রেডিওতে মার্শ বলেছেন, ‘জ্যাকি অসাধারণ এক প্রতিভা। আমার মনে হয়, সবাই জানে ও আইপিএলে কী করছে, ঝড় তুলেছে, সবাই ওকে ভালোবাসে, নিশ্চিতভাবে দিল্লির সবাই ওর সঙ্গ উপভোগ করছে। ও দিল্লিতে যা যোগ করেছে সেটা উপভোগ করছে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেখানেই খেলুক না কেন ওর সামনে দারুণ ভবিষ্যৎ।’

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন মার্শ

মার্শ যোগ করে বলেছেন, ‘কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের যে দলটা তা সব দিকেই কাভার করে। হেডি ও ওয়ার্নার আমাদের হয়ে দুর্দান্ত করছে, শুধু দীর্ঘ সময়ের জন্য নয় বরং এই বিশ্বকাপের আগে সর্বশেষ ১৮ মাসেও তারা পারফর্ম করেছে। আমাদের যে ১৫ সদস্যের দল আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট, আশা করছি এই দল বিশ্বকাপে আমাদের অনেক দূর নিয়ে যাবে।’

এবারের বিশ্বকাপ দলে জায়গা হয়নি স্টিভেন স্মিথের। গত এক যুগে এই প্রথমবার স্মিথকে ছাড়াই বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। স্মিথ না থাকলেও মার্শ অস্ট্রেলিয়ার দলকে অভিজ্ঞ দল হিসেবেও মানছেন, ‘যখনই বিশ্বকাপ দল নির্বাচন করা হয় মাত্র ১৫ জনকে নেওয়ার সুযোগ থাকে, কিছু খেলোয়াড়কে বিশ্বকাপ মিস করতে হয়। কিন্তু আমি মনে করি, যে দল নির্বাচন করা হয়েছে সেটা দারুণ। আমাদের দলে বৈচিত্র্য আছে, অভিজ্ঞতা আছে।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ ভুগছেন হ্যামস্ট্রিং চোটে। এই চোটে ছিটকে গেছেন আইপিএল থেকেও। নিজের চোট সম্পর্কে মার্শ বলছেন, ‘হ্যামি (হ্যামস্ট্রিং) ঠিক আছে। ভালোই উন্নতি হচ্ছে। যেমনটা চাই তেমন জায়গাতেই আছে। আগামী তিন সপ্তাহে আরও উন্নতি করতে হবে, বিশ্বকাপে যেতে হবে।’