ভারতের বিপক্ষে শতকের উল্লাস আযান আওয়াইজের
ভারতের বিপক্ষে শতকের উল্লাস আযান আওয়াইজের

অ–১৯ এশিয়া কাপ

রেকর্ড রান তাড়ায় ভারতকে হারাল পাকিস্তান

বাউন্ডারিতে জয় নিশ্চিত হতেই উল্লাসে দু হাত উল্লাসে দৌড়াতে শুরু করলেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান। এ জয় যে ভারতের বিপক্ষে!

আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করর ভারত অনূর্ধ্ব-১৯ দল তোলে ৯ উইকেটে ২৫৯ রান। রান তাড়ায় ৩ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯।

অনূর্ধ্ব–১৯ পর্যায়ের ক্রিকেটে ভারতের বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়ার জয় এটি। এর আগে ২০১৩ সালে ভারতের ২৫০ রান ২ উইকেট হাতে রেখে টপকে গিয়েছিলেন সামি আসলাম–ইমাম উল হকেরা।

‘এ’ গ্রুপে এটি পাকিস্তানের দ্বিতীয় জয়। এর আগে নেপালকেও হারায় তারা। ভারত প্রথম হারিয়েছিল আফগানিস্তানকে। আজ দিনের অন্য ম্যাচে আফগানিস্তান ৭৩ রানে হারিয়েছেন নেপালকে।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতের তিন ব্যাটসম্যান অর্ধশতক করেন। ওপেনিংয়ে নামা আদর্শ সিং ৮১ বলে ৬২, চারে নামা অধিনায়ক উদয় সাহারান ৯৮ বলে ৬০ এবং সাতে নামা শচীন দাস ৪২ বলে ৫৮ রান করেন। পাকিস্তানের হয়ে ৪৬ রানে ৪ উইকেট নেন ডানহাতি পেসার মোহাম্মদ জিশান।

৪ উইকেট নেন মোহাম্মদ জিশান

রান তাড়ায় ২৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯। তবে তিনে নামা আজান আওয়াইসকে নিয়ে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়ে তোলেন শাহজাইব খান। ৮৮ বলে ৬৩ রান করা শাহজাইবের আউটে ভাঙে দুজনের ১১০ রানের জুটি। অধিনায়ক সাদ বেগকে নিয়ে পরের কাজটি সম্পন্ন করেন আওয়াইস।

বাউন্ডারি মেরে ম্যাচের সমাপ্তি টানা আওয়াইস অপরাজিত থাকেন ১৩০ বলে ১০৫ রান করে। বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংসটিতে ছিল ১০টি চার। আরেক প্রান্তে অধিনায়ক সাদ অপরাজিত থাকেন ৫১ বলে ৬৮ রান নিয়ে।

আট দল নিয়ে আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘এ’ গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল জাপানের বিপক্ষে খেলবে। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব–১৯ দল: ৫০ ওভারে ২৫৯/৯ (আদর্শ ৬২, উদয় ৬০; জিশান ৪/৪৬)।

পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল: ৪৭ ওভারে ২৬৩/২ (আওয়াইজ ১০৫*, সাদ ৬৮*; অভিষেক ২/৫৫)।

ফল: পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: আযান আওয়াইজ।