টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সংস্করণের দলেই ছিলেন ইয়াসির আলী। কিন্তু একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে পিঠে চোট পান বাংলাদেশের ব্যাটসম্যান। এখনো তাঁর চোট পুরোপুরি সারেনি। তবে ইয়াসির আশা করছেন, দ্রুতই সেরে উঠে এশিয়া কাপে খেলতে পারবেন।
প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পরও প্রথমেই ইয়াসিরকে দেশে ফেরত পাঠায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তারা ভেবেছিল, টি-টোয়েন্টি সিরিজেই তিনি ফিট হয়ে উঠবেন। কিন্তু সেরে ওঠার কোনো লক্ষণ না দেখতে পাওয়ায় তাঁকে টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফেরত পাঠানো হয়েছিল।
সেই চোট থেকে সেরে ওঠার জন্য প্রক্রিয়ার মধ্যে আছেন ইয়াসির। আগামী মাসের ২৭ তারিখ থেকে শুরু এশিয়া কাপ টি-টোয়েন্টি। এরপর অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইয়াসিরের আপাতত লক্ষ্য এশিয়া কাপে খেলার জন্য ফিট হয়ে ওঠা।
ইয়াসির আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের বলেছেন, ‘ব্যাটিং করছি, রানিং করছি। এখন আর ব্যথা নেই। বলা যায় ৯০ শতাংশ ফিট হয়ে উঠেছি। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই পুরোদমে অনুশীলন করতে পারব। সামনে আমাদের এশিয়া কাপ আছে। আশা করছি এর আগেই ফিট হয়ে উঠব।’
বাংলাদেশের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা ইয়াসির ওয়েস্ট ইন্ডিজ সফরটাকে দেখেছিলেন ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে। সেটা চোটের কারণে হয়নি। তবে যেটা চলে গেছে, সেটা নিয়ে আক্ষেপ না করে সামনেই চোখ ইয়াসিরের।
ইয়াসির বলছিলেন, ‘আমি এখন চিন্তা করছি, যত দ্রুত পুরো ফিট হয়ে পুরোদমে অনুশীলন শুরু করতে পারি।’ এবারের জিম্বাবুয়ে সফরে নুরুল হাসানের অধীনে বাংলাদেশ দলকে অনভিজ্ঞ বলতে রাজি নন ইয়াসির, ‘জিম্বাবুয়ে ভালো দল। তবে আমাদের দলটিও অতটা অনভিজ্ঞ নয়।’